রাজশাহী ও তানোর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদে আজ ভোট হবে না। গতকাল সন্ধ্যায় এ ইউনিয়ন পরিষদে ভোট স্থগিত করা হয়। তবে বাকী সব ইউপিতেই ভোটের প্রস্তুতি ছিল।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত তা কেটে গেছে।
গোদাগাড়ীতে ইউনিয়ন ৯টি। আর তানোরে ইউনিয়নের সংখ্যা ৭। এই ১৬টি ইউনিয়নে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি ছিল। এর মধ্যে গোদাগাড়ীতে ৯৫টি এবং তানোরে কেন্দ্রের সংখ্যা ৬৮। দুই উপজেলার প্রায় অর্ধেক ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। গোদাগাড়ীর ৩৫ এবং তানোরের ৪৩টি মিলে মোট ৭৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুই উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত থাকবেন ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তানোরের ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার। ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী ৩০। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬৮ ও সাধারণ সদস্য পদে ২৩৭ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। তানোরের ৭টির মধ্যে সরনজাই ইউনিয়ন পরিষদে ভোট নিয়ে মামলা জটিলতা থাকায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় তা নিশ্চিত করেছেন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তাফা।
এদিকে গোদাগাড়ীর ৯টি ইউনিয়নেই ভোট হচ্ছে। গোদাগাড়ীর ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৩ ও সাধারণ সদস্য পদে ৩২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোদাগাড়ীতে ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৮৬৯ জন।
ভোট উপলক্ষে কাল ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুই উপজেলায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যান (ইসির অনুমতিপ্রাপ্ত যানবাহন ব্যতীত) চলাচল বন্ধ থাকবে। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো মিছিল, শোভাযাত্রাও করা যাবে না।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। গোদাগাড়ীর ৯টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই ব্যালটের মাধ্যমে ভোট হবে। একটিতে হবে ইভিএমে।’
গতকাল বুধবার সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘গোদাগাড়ী-তানোরের সবক’টি ইউনিয়নেই ভোটগ্রহণের প্রস্তুতি আছে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদে আজ ভোট হবে না। গতকাল সন্ধ্যায় এ ইউনিয়ন পরিষদে ভোট স্থগিত করা হয়। তবে বাকী সব ইউপিতেই ভোটের প্রস্তুতি ছিল।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত তা কেটে গেছে।
গোদাগাড়ীতে ইউনিয়ন ৯টি। আর তানোরে ইউনিয়নের সংখ্যা ৭। এই ১৬টি ইউনিয়নে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি ছিল। এর মধ্যে গোদাগাড়ীতে ৯৫টি এবং তানোরে কেন্দ্রের সংখ্যা ৬৮। দুই উপজেলার প্রায় অর্ধেক ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। গোদাগাড়ীর ৩৫ এবং তানোরের ৪৩টি মিলে মোট ৭৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুই উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত থাকবেন ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তানোরের ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার। ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী ৩০। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬৮ ও সাধারণ সদস্য পদে ২৩৭ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। তানোরের ৭টির মধ্যে সরনজাই ইউনিয়ন পরিষদে ভোট নিয়ে মামলা জটিলতা থাকায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় তা নিশ্চিত করেছেন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তাফা।
এদিকে গোদাগাড়ীর ৯টি ইউনিয়নেই ভোট হচ্ছে। গোদাগাড়ীর ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৩ ও সাধারণ সদস্য পদে ৩২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোদাগাড়ীতে ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৮৬৯ জন।
ভোট উপলক্ষে কাল ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুই উপজেলায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যান (ইসির অনুমতিপ্রাপ্ত যানবাহন ব্যতীত) চলাচল বন্ধ থাকবে। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো মিছিল, শোভাযাত্রাও করা যাবে না।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। গোদাগাড়ীর ৯টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই ব্যালটের মাধ্যমে ভোট হবে। একটিতে হবে ইভিএমে।’
গতকাল বুধবার সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘গোদাগাড়ী-তানোরের সবক’টি ইউনিয়নেই ভোটগ্রহণের প্রস্তুতি আছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে