নেত্রকোনা প্রতিনিধি
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেছেন, সমবায়ের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে।
এরই মধ্যে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
গতকাল শনিবার শহরের পাবলিক হলে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাগত বক্তব্য রাখেন দ্যা নেত্রকোনা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। উপস্থিত ছিলেন-সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল প্রমুখ।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি আশরাফ আলী খান খসরু। সমবায়ের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ও দ্যা নেত্রকোনা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। সমবায়কে তিনি উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে জাতির পিতার চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, বাংলাদেশের কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকরী পদ্ধতি। সমবায় পদ্ধতির পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা ও মূল্যবোধের চর্চা বর্তমান সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারে। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেছেন, সমবায়ের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে।
এরই মধ্যে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
গতকাল শনিবার শহরের পাবলিক হলে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাগত বক্তব্য রাখেন দ্যা নেত্রকোনা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। উপস্থিত ছিলেন-সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল প্রমুখ।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি আশরাফ আলী খান খসরু। সমবায়ের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ও দ্যা নেত্রকোনা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। সমবায়কে তিনি উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে জাতির পিতার চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, বাংলাদেশের কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকরী পদ্ধতি। সমবায় পদ্ধতির পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা ও মূল্যবোধের চর্চা বর্তমান সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারে। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে