শেবাচিমে ইন্টার্নদের ধর্মঘট চলছে, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১২: ৩৭

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের একাংশের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে রোগীরা।

ধর্মঘট শুরু হয় গত মঙ্গলবার বেলা ১টার দিকে। গতকাল বুধবার হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টার্ন চিকিৎসকেরা দায়িত্ব পালন না করায় প্রতিটি ওয়ার্ডে চিকিৎসকদের সামনে রোগী ও স্বজনদের জটলা। পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

শিশু ওয়ার্ডে দায়িত্ব পালনকারী সার্জারি বিভাগের চিকিৎসক আশরাফ হোসেন ও মেডিসিন বিভাগের চিকিৎসক অনুপ কুমার জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে পুরো চাপ তাঁদের ওপর পড়েছে।

শেবাচিম হাসপাতালে ১৯০ জন ইন্টার্ন চিকিৎসক পালাক্রমে দায়িত্ব পালন করেন। তাঁদের জন্য মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন এবং বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন নামে পৃথক দুটি কমিটি অনুমোদন দেন হাসপাতাল পরিচালক সাইফুল ইসলাম। অনুমোদনের আগে কমিটি সুপারিশ করেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। দুটি কমিটিতে পদবঞ্চিত এবং কাঙ্ক্ষিত পদ না পাওয়া ইন্টার্ন চিকিৎসকেরা ওই দিন চিকিৎসাসেবা বন্ধ করে দেন। ফলে হাসপাতালের ৯টি ইউনিটের সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে কমিটির সমর্থকেরা দায়িত্ব পালন করায় মেডিসিন ওয়ার্ডের তিনটি ইউনিট সচল রয়েছে।

যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, কমিটির সমর্থক চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন। একাংশের ধর্মঘটের কারণে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকেরা কমিটি নিয়ে বিরোধ নিরসনে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে তিনি শুনেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত