শঙ্কা নিয়ে আজ ভোট

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৩৯
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ২৬

আজ রোববার তৃতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য গতকাল শনিবার নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে রওনা দেন প্রিসাইডিং কর্মকর্তা ও তাঁদের সহকারীরা।

জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ফরহাদাবাদ ইউপির নির্বাচন হবে না। তবে বাকি ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। হাটহাজারীর ১২২টি ভোটকেন্দ্রের মধ্যে এক-তৃতীয়াংশ কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতিগুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ ছাড়া বাকি দুই–তৃতীয়াংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসন বলছে, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে ধলই ইউনিয়নের প্রতিটি কেন্দ্র বিশেষ নজরদারিতে থাকবে।

নির্বাচনে উপজেলাজুড়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার, মোবাইল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবে।

পুলিশ ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্র দখল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় উপজেলার ধলই ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে। ভোটের দিন উপজেলাজুড়ে র‍্যাব ও বিজিবি টহলে থাকবে। পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্য থাকবেন। এদের মধ্যে ৭ জন নারী আনসার সদস্য এবং ১০ জন পুরুষ সদস্য থাকবেন। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে দুজন করে অস্ত্রধারী আনসার সদস্য থাকবে। অন্যরা লাঠি হাতে দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচনে ১২২টি ভোটকেন্দ্রে এবার ভোটকক্ষ থাকবে ৫৪৫টি। উপজেলার মোট ভোটার সংখ্যা মোট ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ২৫৮ জন। আর নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭২৬ জন।

হাটহাজারী মডেল থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মো. শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচনের দিন জাল ভোট দেওয়া ও কেন্দ্র দখলের সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জনগণ যেন ভাট দিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটের দিন উপজেলাজুড়ে ৩ প্লাটুন র‍্যাব ও ৩ প্লাটুন বিজিবি টহল দেবে।

এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে কালি, সিল ও ব্যালট বক্সসহ সব উপকরণ। প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ছয় ইউপিতে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১১টি অতি ঝুঁকিপূর্ণ। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং প্রভাবমুক্ত হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

আজ কক্সবাজারের চকরিয়ার ১০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ইউপির ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত