ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আনারুলের হাতের দুটি আঙুল কেটে দেওয়ার প্রতিবাদ ও জড়িত চাঁদাবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা গেটের সামনে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, ১ নম্বর ওয়ার্ড পৌর কমিশনার মো. আলতাফ হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, বন্ধুরাসহ ১ নম্বর ওয়ার্ড (চকউমর) পাটারিপাড়া গ্রামের সাধারণ জনগণ ও স্থানীয় সাংবাদিকেরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘ছেলেটি অনেক মেধাবী। তার পরিবার এতটাই অসহায় ছিল যে বেশির ভাগ ক্ষেত্রে স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে পারত না। আমরা এ বিষয়ে তাকে সব সময় সহযোগিতা করেছি।’
আব্দুর রহমান আরও বলেন, ‘দুর্বৃত্তরা তার আঙুল কেটে নেওয়ায় একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ভুক্তভোগী আনারুলের মা সাহারা খাতুন অভিযোগ করে বলেন, ‘গত বুধবার বগুড়া থেকে ডিবির লোকজন এসেছিলেন। তাঁরা আমার ছেলের সঙ্গে গোপনে কথা বলবেন বলে আমাদের ঘর থেকে বের করে দেন। মামলা বা অভিযোগের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বললে এ বিষয়টি তাঁরা এড়িয়ে যান।’
আনারুলের মা সাহারা খাতুন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে বলেন, ‘যারা আমার ছেলের হাতের আঙুল কেটে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার অসহায় ছেলের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতা চাই।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বগুড়া পলিটেকনিক্যাল ইন্সটিটিউটট এলাকার এতিমখানার পূর্ব পাশের ইঞ্জিনিয়ার মেসে ঢুকে দুজন দুর্বৃত্ত আনারুলের কাছে মোবাইল ফোনসহ টাকা দাবি করে। টাকা না পেয়ে তাঁকে প্রথমে মুখে কাপড় গুঁজে দিয়ে একটি শৌচাগারে নিয়ে যায়। তারপর তাঁর ডান হাতের দুটি আঙুল প্লাস দিয়ে কেটে দেয় তারা।
নওগাঁর ধামইরহাটে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আনারুলের হাতের দুটি আঙুল কেটে দেওয়ার প্রতিবাদ ও জড়িত চাঁদাবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা গেটের সামনে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, ১ নম্বর ওয়ার্ড পৌর কমিশনার মো. আলতাফ হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, বন্ধুরাসহ ১ নম্বর ওয়ার্ড (চকউমর) পাটারিপাড়া গ্রামের সাধারণ জনগণ ও স্থানীয় সাংবাদিকেরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘ছেলেটি অনেক মেধাবী। তার পরিবার এতটাই অসহায় ছিল যে বেশির ভাগ ক্ষেত্রে স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে পারত না। আমরা এ বিষয়ে তাকে সব সময় সহযোগিতা করেছি।’
আব্দুর রহমান আরও বলেন, ‘দুর্বৃত্তরা তার আঙুল কেটে নেওয়ায় একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ভুক্তভোগী আনারুলের মা সাহারা খাতুন অভিযোগ করে বলেন, ‘গত বুধবার বগুড়া থেকে ডিবির লোকজন এসেছিলেন। তাঁরা আমার ছেলের সঙ্গে গোপনে কথা বলবেন বলে আমাদের ঘর থেকে বের করে দেন। মামলা বা অভিযোগের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বললে এ বিষয়টি তাঁরা এড়িয়ে যান।’
আনারুলের মা সাহারা খাতুন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে বলেন, ‘যারা আমার ছেলের হাতের আঙুল কেটে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার অসহায় ছেলের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতা চাই।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বগুড়া পলিটেকনিক্যাল ইন্সটিটিউটট এলাকার এতিমখানার পূর্ব পাশের ইঞ্জিনিয়ার মেসে ঢুকে দুজন দুর্বৃত্ত আনারুলের কাছে মোবাইল ফোনসহ টাকা দাবি করে। টাকা না পেয়ে তাঁকে প্রথমে মুখে কাপড় গুঁজে দিয়ে একটি শৌচাগারে নিয়ে যায়। তারপর তাঁর ডান হাতের দুটি আঙুল প্লাস দিয়ে কেটে দেয় তারা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে