নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুম্বাইয়ের তাজ হোটেলের রুম থেকেই দেখা যায় সুনীল সাগর। হোটেল আর সাগরের মাঝে সরু সড়কে ব্যস্তসমস্ত মানুষের চলাচল। জানালা দিয়ে মোস্তাফিজুর রহমান দৃষ্টি ছুড়ে দেন আদিগন্ত জলরাশিতে। ম্যাচ, অনুশীলন আর দলের কোনো কার্যক্রম না থাকলে এই রুমে এভাবে একাকী সময় কাটে বাঁহাতি পেসারের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের মৌসুমগুলোয় তবু জাতীয় দলের সিনিয়র সতীর্থ সাকিব আল হাসানকে পেয়েছেন। এবার তিনিই একমাত্র আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি। কখনো কখনো সত্যি নিঃসঙ্গতা পেয়ে বসে মোস্তাফিজকে।
অবশ্য পেশাদার খেলোয়াড় হিসেবে এমন নিঃসঙ্গ মুহূর্ত মোস্তাফিজের কাছে নতুন নয়। এটির সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস তাঁর আছে। সে কারণেই পারফরম্যান্সে এসবের প্রভাবও পড়ে না। এ কারণেই বোধ হয় দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথমবারের মতো খেলতে যাওয়া ফিজ এখন পর্যন্ত দলের সেরা বোলার। ৩ ম্যাচে ৫.৮৩ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। মোস্তাফিজের পারফরম্যান্সে দিল্লি টিম ম্যানেজমেন্টও বেশ খুশি। প্রথম ম্যাচেই যেমন ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা পারফরমার হিসেবে কোচ রিকি পন্টিংয়ের হাত থেকে পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ। সেই পুরস্কারে বাঁহাতি পেসার কতটা উজ্জীবিত ফিজ, গতকাল দিল্লির ফেসবুক পেজে প্রকাশিত তাঁর সাক্ষাৎকারেই পরিষ্কার। বাংলাদেশ পেসার বলেছেন, ‘এটা শুধু আমার জন্য নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক।’
দিল্লি নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও দলে বেশ কয়েকজন পুরোনো সতীর্থকে পেয়েছেন। আইপিএলের মতো নানা বৈচিত্র্যে ভরা ভারতের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে ছয় বছর ধরে ধারাবাহিক খেলায় মোস্তাফিজকে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রঙিন দুনিয়া খুব বেশি অবাক করে না। তবে তিনি অবাক হন, কীভাবে দিন দিন বাকিদের পেছনে ফেলে আইপিএল কীভাবে চলে যাচ্ছে অন্য উচ্চতায়।
এবার আইপিএলের লিগ পর্বের ম্যাচ হচ্ছে মাত্র একটি রাজ্যে। মহারাষ্ট্রের চারটি মাঠের সুযোগ-সুবিধা, উইকেট দেখে বিস্ময় ভর করে মোস্তাফিজের কণ্ঠে। আজকের পত্রিকাকে বললেন, ‘এই মাঠগুলোয় (এবার আইপিএলের ভেন্যু) খুব একটা আন্তর্জাতিক ম্যাচ হয় না। এমনকি আগের আইপিএলে এই মাঠগুলোতে বেশির ভাগ সময় আমরা অনুশীলন করেছি। অথচ সুযোগ-সুবিধা কিংবা উইকেট দেখে এতটাই মুগ্ধ হতে হয়, মনে হয় এদের এক রাজ্যের ক্রিকেট কাঠামো এত শক্তিশালী! পুরো ভারতীয় ক্রিকেট তাহলে কোথায় দাঁড়িয়ে। এমন সুন্দর উইকেটে প্রতিটি বলে আমারও ছক্কা মারতে ইচ্ছে করে।’
মোস্তাফিজের কথা শুনে তিন দিন আগে মাহমুদউল্লাহর ড্রেসিংরুমে লাথি মারার দৃশ্যটা চোখে ভাসে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরপুরের বাজে উইকেটে খেলার হতাশা থেকে মোহামেডান তারকার কাণ্ড বেশ আলোচিত হলেও এটিই তো দেশের ক্রিকেট কাঠামোর প্রতীকী চিত্র। আইপিএলের উইকেটে যেখানে মোস্তাফিজের ছক্কা মারতে ইচ্ছে করে, তখন মিরপুরের উইকেটে বিরক্ত হয়ে মাহমুদউল্লাহ লাথি মারেন ড্রেসিংরুমের দরজায়।
মোস্তাফিজুর রহমান সম্পর্কিত পড়ুন:
মুম্বাইয়ের তাজ হোটেলের রুম থেকেই দেখা যায় সুনীল সাগর। হোটেল আর সাগরের মাঝে সরু সড়কে ব্যস্তসমস্ত মানুষের চলাচল। জানালা দিয়ে মোস্তাফিজুর রহমান দৃষ্টি ছুড়ে দেন আদিগন্ত জলরাশিতে। ম্যাচ, অনুশীলন আর দলের কোনো কার্যক্রম না থাকলে এই রুমে এভাবে একাকী সময় কাটে বাঁহাতি পেসারের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের মৌসুমগুলোয় তবু জাতীয় দলের সিনিয়র সতীর্থ সাকিব আল হাসানকে পেয়েছেন। এবার তিনিই একমাত্র আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি। কখনো কখনো সত্যি নিঃসঙ্গতা পেয়ে বসে মোস্তাফিজকে।
অবশ্য পেশাদার খেলোয়াড় হিসেবে এমন নিঃসঙ্গ মুহূর্ত মোস্তাফিজের কাছে নতুন নয়। এটির সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস তাঁর আছে। সে কারণেই পারফরম্যান্সে এসবের প্রভাবও পড়ে না। এ কারণেই বোধ হয় দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথমবারের মতো খেলতে যাওয়া ফিজ এখন পর্যন্ত দলের সেরা বোলার। ৩ ম্যাচে ৫.৮৩ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। মোস্তাফিজের পারফরম্যান্সে দিল্লি টিম ম্যানেজমেন্টও বেশ খুশি। প্রথম ম্যাচেই যেমন ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা পারফরমার হিসেবে কোচ রিকি পন্টিংয়ের হাত থেকে পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ। সেই পুরস্কারে বাঁহাতি পেসার কতটা উজ্জীবিত ফিজ, গতকাল দিল্লির ফেসবুক পেজে প্রকাশিত তাঁর সাক্ষাৎকারেই পরিষ্কার। বাংলাদেশ পেসার বলেছেন, ‘এটা শুধু আমার জন্য নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক।’
দিল্লি নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও দলে বেশ কয়েকজন পুরোনো সতীর্থকে পেয়েছেন। আইপিএলের মতো নানা বৈচিত্র্যে ভরা ভারতের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে ছয় বছর ধরে ধারাবাহিক খেলায় মোস্তাফিজকে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রঙিন দুনিয়া খুব বেশি অবাক করে না। তবে তিনি অবাক হন, কীভাবে দিন দিন বাকিদের পেছনে ফেলে আইপিএল কীভাবে চলে যাচ্ছে অন্য উচ্চতায়।
এবার আইপিএলের লিগ পর্বের ম্যাচ হচ্ছে মাত্র একটি রাজ্যে। মহারাষ্ট্রের চারটি মাঠের সুযোগ-সুবিধা, উইকেট দেখে বিস্ময় ভর করে মোস্তাফিজের কণ্ঠে। আজকের পত্রিকাকে বললেন, ‘এই মাঠগুলোয় (এবার আইপিএলের ভেন্যু) খুব একটা আন্তর্জাতিক ম্যাচ হয় না। এমনকি আগের আইপিএলে এই মাঠগুলোতে বেশির ভাগ সময় আমরা অনুশীলন করেছি। অথচ সুযোগ-সুবিধা কিংবা উইকেট দেখে এতটাই মুগ্ধ হতে হয়, মনে হয় এদের এক রাজ্যের ক্রিকেট কাঠামো এত শক্তিশালী! পুরো ভারতীয় ক্রিকেট তাহলে কোথায় দাঁড়িয়ে। এমন সুন্দর উইকেটে প্রতিটি বলে আমারও ছক্কা মারতে ইচ্ছে করে।’
মোস্তাফিজের কথা শুনে তিন দিন আগে মাহমুদউল্লাহর ড্রেসিংরুমে লাথি মারার দৃশ্যটা চোখে ভাসে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরপুরের বাজে উইকেটে খেলার হতাশা থেকে মোহামেডান তারকার কাণ্ড বেশ আলোচিত হলেও এটিই তো দেশের ক্রিকেট কাঠামোর প্রতীকী চিত্র। আইপিএলের উইকেটে যেখানে মোস্তাফিজের ছক্কা মারতে ইচ্ছে করে, তখন মিরপুরের উইকেটে বিরক্ত হয়ে মাহমুদউল্লাহ লাথি মারেন ড্রেসিংরুমের দরজায়।
মোস্তাফিজুর রহমান সম্পর্কিত পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে