বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানের মেধাস্বত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছেন শিল্পীরা। বিভিন্ন মাধ্যমে শিল্পীদের যে গানগুলো প্রচার হয়, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর সম্মানী বুঝে পান না তাঁরা। অনেকেই জনপ্রিয় গানগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করলেও শিল্পীদের রয়্যালটি দেওয়ার ব্যাপারটি এড়িয়ে যান। তবে এখন সময় এসেছে শিল্পীদের মেধাস্বত্ব বুঝে পাওয়ার। কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে বেশ জোরেশোরে কাজ করছে বাংলাদেশ কপিরাইট অফিস।
গত বছরের ডিসেম্বরে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৪৭২টি গানের মেধাস্বত্ব নিবন্ধন করে বাংলাদেশ কপিরাইট অফিস। গানগুলো পরে ‘শাহ আবদুল করিম ডটকম’ নামের ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়। গত এক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যতবার শ্রোতারা শাহ আবদুল করিমের গানগুলো শুনেছেন, তার রয়্যালটি হিসেবে জমেছে ১২ হাজার ডলার। সেখান থেকে ১০ হাজার ডলার তুলে দেওয়া হলো বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালালের হাতে।
গতকাল জাতীয় আর্কাইভস ভবন সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি হস্তান্তর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘এক বছরে এত পরিমাণ রয়্যালটি জমেছে, এটা ভাবাও যায় না। প্রতিবছর এই অর্থ আসতেই থাকবে। অথচ মেধাস্বত্ব সংরক্ষণের এই ব্যাপারটি যদি আরও ২০ বছর আগে করা যেত, কী পরিমাণ অর্থ তাঁর পরিবার পেত! এটা একজন শিল্পীর পরিবারের জন্য অনেক কিছু।’
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, ‘সরকারি সহযোগিতায় আবদুল করিমের জীবনকর্ম সংরক্ষণের বন্দোবস্ত হয়েছে। তাঁর গানের রয়্যালটি আমরা বুঝে পাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের খবর! আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বাবার গানগুলো যেন কোনোভাবে বিকৃত না হয়। আমাদের সে চাওয়া পূরণ হয়েছে।’
কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী মেধাস্বত্ব সংরক্ষণের এই উদ্যোগ নেন ২০১৯ সালে। আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণে ওয়েবসাইট উদ্বোধনের পর আরও অনেক শিল্পীকে নিয়ে এমন কাজ করার দাবি ওঠে। এ ধারাবাহিকতায় গতকাল আরও দুই শিল্পীর ওয়েবসাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। একজন মরমি কবি হাসন রাজা, অন্যজন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন থেকে তাঁদের গানেরও মেধাস্বত্ব সংরক্ষিত হবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের আরও ২০ জন শিল্পীর ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের কোনো শিল্পীকে শেষ বয়সে গিয়ে অর্থাভাবে অন্যের দ্বারস্থ হতে হবে না বলে মতপ্রকাশ করেছেন শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীতশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, সুজিত মোস্তফা, মনির খান, হামিন আহমেদ, গীতিকবি আসিফ ইকবাল, আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ও অ্যান্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা।
গানের মেধাস্বত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছেন শিল্পীরা। বিভিন্ন মাধ্যমে শিল্পীদের যে গানগুলো প্রচার হয়, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর সম্মানী বুঝে পান না তাঁরা। অনেকেই জনপ্রিয় গানগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করলেও শিল্পীদের রয়্যালটি দেওয়ার ব্যাপারটি এড়িয়ে যান। তবে এখন সময় এসেছে শিল্পীদের মেধাস্বত্ব বুঝে পাওয়ার। কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে বেশ জোরেশোরে কাজ করছে বাংলাদেশ কপিরাইট অফিস।
গত বছরের ডিসেম্বরে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৪৭২টি গানের মেধাস্বত্ব নিবন্ধন করে বাংলাদেশ কপিরাইট অফিস। গানগুলো পরে ‘শাহ আবদুল করিম ডটকম’ নামের ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়। গত এক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যতবার শ্রোতারা শাহ আবদুল করিমের গানগুলো শুনেছেন, তার রয়্যালটি হিসেবে জমেছে ১২ হাজার ডলার। সেখান থেকে ১০ হাজার ডলার তুলে দেওয়া হলো বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালালের হাতে।
গতকাল জাতীয় আর্কাইভস ভবন সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি হস্তান্তর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘এক বছরে এত পরিমাণ রয়্যালটি জমেছে, এটা ভাবাও যায় না। প্রতিবছর এই অর্থ আসতেই থাকবে। অথচ মেধাস্বত্ব সংরক্ষণের এই ব্যাপারটি যদি আরও ২০ বছর আগে করা যেত, কী পরিমাণ অর্থ তাঁর পরিবার পেত! এটা একজন শিল্পীর পরিবারের জন্য অনেক কিছু।’
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, ‘সরকারি সহযোগিতায় আবদুল করিমের জীবনকর্ম সংরক্ষণের বন্দোবস্ত হয়েছে। তাঁর গানের রয়্যালটি আমরা বুঝে পাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের খবর! আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বাবার গানগুলো যেন কোনোভাবে বিকৃত না হয়। আমাদের সে চাওয়া পূরণ হয়েছে।’
কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী মেধাস্বত্ব সংরক্ষণের এই উদ্যোগ নেন ২০১৯ সালে। আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণে ওয়েবসাইট উদ্বোধনের পর আরও অনেক শিল্পীকে নিয়ে এমন কাজ করার দাবি ওঠে। এ ধারাবাহিকতায় গতকাল আরও দুই শিল্পীর ওয়েবসাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। একজন মরমি কবি হাসন রাজা, অন্যজন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন থেকে তাঁদের গানেরও মেধাস্বত্ব সংরক্ষিত হবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের আরও ২০ জন শিল্পীর ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের কোনো শিল্পীকে শেষ বয়সে গিয়ে অর্থাভাবে অন্যের দ্বারস্থ হতে হবে না বলে মতপ্রকাশ করেছেন শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীতশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, সুজিত মোস্তফা, মনির খান, হামিন আহমেদ, গীতিকবি আসিফ ইকবাল, আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ও অ্যান্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে