কোথাও ফলন ভালো কোথাও খরচ ওঠেনি

আরিফ আহম্মেদ, গৌরীপুর
প্রকাশ : ৩০ মে ২০২২, ০৬: ৩০
আপডেট : ৩০ মে ২০২২, ২১: ৪৮

গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষ। তবে স্বস্তিতে নেই কৃষক। কোথাও ফলন ভালো হয়েছে, আবার কোথাও চাষের খরচই ওঠেনি। বিভিন্ন এলাকার ধানচাষিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ কারণে কোথাও কোথাও কৃষকের মুখে হাসি ফুটলেও অনেক কৃষকই স্বস্তিতে নেই।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে ফলন ভালোই হয়েছে। তবে চৈত্র মাসে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে বোকাইনগর ও রামগোপালপুর ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ। এ রোগে অচিন্তপুর ও গৌরীপুর ইউনিয়নে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে।

বোকাইনগর ইউনিয়নের বেতন্দর গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘২ বিঘা জমিতে ৫ মণ ধানও হয়নি। এতে করে আগামী ৬ মাস শুধু নিজেদের খাবার কিনে খেতে হবে তা নয়, বরং গরুগুলোকেও খড় কিনে খাওয়াতে হবে।’

বালুচড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘৯০ শতক জমি থেকে তিনি মাত্র ২ মণ ধান পেয়েছেন।

তবে ভাংনামারী ইউনিয়নের আলা উদ্দিন বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বেশি ধান পেয়েছি।’

ভাংনামারী ইউনিয়নের দুর্গাচড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, ‘ফসল যেমনি হয়েছে, শ্রমিক সংকটে ভুগতে হয়েছে অনেক। প্রতি কাঠায় (১০ শতকে ১ কাঠা) ৮০০ থেকে ১০০০ টাকায় ধান কাটতে হয়েছে। তাও সময়মতো শ্রমিক পাওয়া যায়নি।’

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টি, ঝড় ও ব্লাস্ট রোগে এবার ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে এতে লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা মনে করছেন, চলতি মৌসুমে হাইব্রিড ধানের উৎপাদন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে যাঁরা সময়মতো সার ও ওষুধ দিয়েছেন তাঁদের জমিতে রোগবালাই কম হয়েছে।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৫০ ও উফশী ১৫ হাজার ৩৮৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬ হাজার ৩৩১ মেট্রিকটন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত