আরিফ আহম্মেদ, গৌরীপুর
গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষ। তবে স্বস্তিতে নেই কৃষক। কোথাও ফলন ভালো হয়েছে, আবার কোথাও চাষের খরচই ওঠেনি। বিভিন্ন এলাকার ধানচাষিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ কারণে কোথাও কোথাও কৃষকের মুখে হাসি ফুটলেও অনেক কৃষকই স্বস্তিতে নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে ফলন ভালোই হয়েছে। তবে চৈত্র মাসে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে বোকাইনগর ও রামগোপালপুর ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ। এ রোগে অচিন্তপুর ও গৌরীপুর ইউনিয়নে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বোকাইনগর ইউনিয়নের বেতন্দর গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘২ বিঘা জমিতে ৫ মণ ধানও হয়নি। এতে করে আগামী ৬ মাস শুধু নিজেদের খাবার কিনে খেতে হবে তা নয়, বরং গরুগুলোকেও খড় কিনে খাওয়াতে হবে।’
বালুচড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘৯০ শতক জমি থেকে তিনি মাত্র ২ মণ ধান পেয়েছেন।
তবে ভাংনামারী ইউনিয়নের আলা উদ্দিন বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বেশি ধান পেয়েছি।’
ভাংনামারী ইউনিয়নের দুর্গাচড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, ‘ফসল যেমনি হয়েছে, শ্রমিক সংকটে ভুগতে হয়েছে অনেক। প্রতি কাঠায় (১০ শতকে ১ কাঠা) ৮০০ থেকে ১০০০ টাকায় ধান কাটতে হয়েছে। তাও সময়মতো শ্রমিক পাওয়া যায়নি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টি, ঝড় ও ব্লাস্ট রোগে এবার ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে এতে লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা মনে করছেন, চলতি মৌসুমে হাইব্রিড ধানের উৎপাদন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে যাঁরা সময়মতো সার ও ওষুধ দিয়েছেন তাঁদের জমিতে রোগবালাই কম হয়েছে।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৫০ ও উফশী ১৫ হাজার ৩৮৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬ হাজার ৩৩১ মেট্রিকটন।’
গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষ। তবে স্বস্তিতে নেই কৃষক। কোথাও ফলন ভালো হয়েছে, আবার কোথাও চাষের খরচই ওঠেনি। বিভিন্ন এলাকার ধানচাষিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ কারণে কোথাও কোথাও কৃষকের মুখে হাসি ফুটলেও অনেক কৃষকই স্বস্তিতে নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে ফলন ভালোই হয়েছে। তবে চৈত্র মাসে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে বোকাইনগর ও রামগোপালপুর ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ। এ রোগে অচিন্তপুর ও গৌরীপুর ইউনিয়নে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বোকাইনগর ইউনিয়নের বেতন্দর গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘২ বিঘা জমিতে ৫ মণ ধানও হয়নি। এতে করে আগামী ৬ মাস শুধু নিজেদের খাবার কিনে খেতে হবে তা নয়, বরং গরুগুলোকেও খড় কিনে খাওয়াতে হবে।’
বালুচড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘৯০ শতক জমি থেকে তিনি মাত্র ২ মণ ধান পেয়েছেন।
তবে ভাংনামারী ইউনিয়নের আলা উদ্দিন বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বেশি ধান পেয়েছি।’
ভাংনামারী ইউনিয়নের দুর্গাচড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, ‘ফসল যেমনি হয়েছে, শ্রমিক সংকটে ভুগতে হয়েছে অনেক। প্রতি কাঠায় (১০ শতকে ১ কাঠা) ৮০০ থেকে ১০০০ টাকায় ধান কাটতে হয়েছে। তাও সময়মতো শ্রমিক পাওয়া যায়নি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টি, ঝড় ও ব্লাস্ট রোগে এবার ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে এতে লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা মনে করছেন, চলতি মৌসুমে হাইব্রিড ধানের উৎপাদন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে যাঁরা সময়মতো সার ও ওষুধ দিয়েছেন তাঁদের জমিতে রোগবালাই কম হয়েছে।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৫০ ও উফশী ১৫ হাজার ৩৮৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬ হাজার ৩৩১ মেট্রিকটন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে