সম্পাদকীয়
দুর্গাপূজা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে সামাজিক অস্থিরতা তৈরির কোনো পরিকল্পনা কারও আছে কি না, তা জানা না থাকলেও দু-একটা ঘটনা মানুষকে যে কিছুটা উদ্বিগ্ন করে তুলছে, সেটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০টি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু সব থেকে বেশি আলোচনায় এসেছে কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের একটি উক্তি। ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় হিন্দুধর্মাবলম্বীদের মদমুক্ত পূজা উদ্যাপন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারা রাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। আসুন, কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজার আয়োজন। মণ্ডপে লিখে দেবেন “মাদকমুক্ত পূজা”।’ মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে বলেও ওই সংসদ সদস্য উল্লেখ করেছেন।
এমপি মহোদয়ের এ ধরনের বিদ্বিষ্ট বক্তব্য ধর্মপ্রাণ হিন্দুদের মনে ক্ষোভ ও অসন্তোষ তৈরি না করে পারে না। মদের জন্য পূজার সংখ্যা বাড়ছে—এটা কোনো দায়িত্বশীল মানুষের কথা হতে পারে?
এর আগে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব স্থানীয় আওয়ামী লীগ-দলীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে গালিগালাজ করেছেন। এ ছাড়া কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক নীতির অনুসারী মনে করা হয়। আবার সংখ্যালঘুদের আওয়ামী লীগের ভোটব্যাংক ধরা হয়। কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে, যাতে প্রচলিত বিশ্বাসে ফাটল ধরছে।
যা-ই হোক, সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। কুমিল্লায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়নি। বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঐক্য পরিষদের মিছিলে হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।
কুমিল্লার এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, কুমিল্লা-৬ আসনের এমপি বাহাউদ্দীন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। কুমিল্লায় সমাবেশে যাঁরা হামলা করেছেন, তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
এই আলটিমেটামে কোনো ফল হবে বলে মনে হয় না; বরং ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রাধান্য বাড়তে থাকলে দলটির সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্ক কি প্রীতিপূর্ণ থাকবে? সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান বদল হলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেওয়াই স্বাভাবিক নয় কি?
দুর্গাপূজা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে সামাজিক অস্থিরতা তৈরির কোনো পরিকল্পনা কারও আছে কি না, তা জানা না থাকলেও দু-একটা ঘটনা মানুষকে যে কিছুটা উদ্বিগ্ন করে তুলছে, সেটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০টি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু সব থেকে বেশি আলোচনায় এসেছে কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের একটি উক্তি। ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় হিন্দুধর্মাবলম্বীদের মদমুক্ত পূজা উদ্যাপন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারা রাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। আসুন, কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজার আয়োজন। মণ্ডপে লিখে দেবেন “মাদকমুক্ত পূজা”।’ মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে বলেও ওই সংসদ সদস্য উল্লেখ করেছেন।
এমপি মহোদয়ের এ ধরনের বিদ্বিষ্ট বক্তব্য ধর্মপ্রাণ হিন্দুদের মনে ক্ষোভ ও অসন্তোষ তৈরি না করে পারে না। মদের জন্য পূজার সংখ্যা বাড়ছে—এটা কোনো দায়িত্বশীল মানুষের কথা হতে পারে?
এর আগে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব স্থানীয় আওয়ামী লীগ-দলীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে গালিগালাজ করেছেন। এ ছাড়া কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক নীতির অনুসারী মনে করা হয়। আবার সংখ্যালঘুদের আওয়ামী লীগের ভোটব্যাংক ধরা হয়। কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে, যাতে প্রচলিত বিশ্বাসে ফাটল ধরছে।
যা-ই হোক, সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। কুমিল্লায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়নি। বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঐক্য পরিষদের মিছিলে হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।
কুমিল্লার এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, কুমিল্লা-৬ আসনের এমপি বাহাউদ্দীন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। কুমিল্লায় সমাবেশে যাঁরা হামলা করেছেন, তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
এই আলটিমেটামে কোনো ফল হবে বলে মনে হয় না; বরং ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রাধান্য বাড়তে থাকলে দলটির সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্ক কি প্রীতিপূর্ণ থাকবে? সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান বদল হলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেওয়াই স্বাভাবিক নয় কি?
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে