পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
বাংলাদেশের ভেতরে ঢুকে ছয়টি গরু ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কয়েকজন ভারতীয়ের বিরুদ্ধে। গত সোম ও মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সৃষ্টিয়ারপাড় গ্রামে ঘটনা দুটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের ডিএমপি ১০ নম্বর পিলারের ৪ ও ৫ নম্বর সাব পিলার অতিক্রম করে প্রায় ৩০ জন ভারতীয়কে নিয়ে ৫ থেকে ৬ জন বিএসএফ সদস্য বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে সৃষ্টিয়ারপাড় গ্রামে প্রবেশ করেন। এ সময় তাঁরা ওই ইউনিয়নের কৃষক সাইদুল ইসলামের দুটি, নুর ইসলামের দুটি, রাকিবুল ইসলামের একটি ও দুলাল হোসেনের একটি গরু টেনে ভারতের ভেতরে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে রাইফেল নিয়ে বিএসএফ গুলি করার পজিশন নেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার গরু নিয়ে যাওয়ার ঘটনা আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পে জানানোর প্রায় দেড় ঘণ্টা পর চার সদস্য এসে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বিএসএফের সঙ্গে কথা বলে চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে আবারও ১০ থেকে ১২ জন অস্ত্র হাতে বিএসএফ সদস্যসহ ৩০ থেকে ৩৫ জন ভারতীয় এসে বাংলাদেশে ঢুকে ওই ইউনিয়নের নতুনপাড়া এলাকার মোজাহরুল ইসলামের খেত আমন ধান কেটে নিয়ে যেতে থাকে। এ সময় সৃষ্টিয়ারপাড়, নতুনপাড়া গ্রামের কয়েক শ বাসিন্দা লাঠি সোটা নিয়ে জড়ো হয়ে ঘটনাস্থলে (ধান কাটারস্থানে) যেতে থাকলে বিএসএফ ও ভারতীয় গ্রামের লোকজন ভারতের ভেতরে ফিরে যান।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার সাহেদ আলী বলেন, ‘ঘটনা অস্বীকার করছি না। আমরা ডিএমপি ১০-এর ৪ নম্বর সাব পিলারের কাছে ওই এলাকার দায়িত্বরত বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বিএসএফ জানিয়েছে তাঁদের গ্রাম থেকে গরু চুরি হয়েছে। ঘটনা সমাধান হয়ে গেছে।’
বাংলাদেশের ভেতরে ঢুকে ছয়টি গরু ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কয়েকজন ভারতীয়ের বিরুদ্ধে। গত সোম ও মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সৃষ্টিয়ারপাড় গ্রামে ঘটনা দুটি ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের ডিএমপি ১০ নম্বর পিলারের ৪ ও ৫ নম্বর সাব পিলার অতিক্রম করে প্রায় ৩০ জন ভারতীয়কে নিয়ে ৫ থেকে ৬ জন বিএসএফ সদস্য বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে সৃষ্টিয়ারপাড় গ্রামে প্রবেশ করেন। এ সময় তাঁরা ওই ইউনিয়নের কৃষক সাইদুল ইসলামের দুটি, নুর ইসলামের দুটি, রাকিবুল ইসলামের একটি ও দুলাল হোসেনের একটি গরু টেনে ভারতের ভেতরে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে রাইফেল নিয়ে বিএসএফ গুলি করার পজিশন নেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার গরু নিয়ে যাওয়ার ঘটনা আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পে জানানোর প্রায় দেড় ঘণ্টা পর চার সদস্য এসে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বিএসএফের সঙ্গে কথা বলে চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে আবারও ১০ থেকে ১২ জন অস্ত্র হাতে বিএসএফ সদস্যসহ ৩০ থেকে ৩৫ জন ভারতীয় এসে বাংলাদেশে ঢুকে ওই ইউনিয়নের নতুনপাড়া এলাকার মোজাহরুল ইসলামের খেত আমন ধান কেটে নিয়ে যেতে থাকে। এ সময় সৃষ্টিয়ারপাড়, নতুনপাড়া গ্রামের কয়েক শ বাসিন্দা লাঠি সোটা নিয়ে জড়ো হয়ে ঘটনাস্থলে (ধান কাটারস্থানে) যেতে থাকলে বিএসএফ ও ভারতীয় গ্রামের লোকজন ভারতের ভেতরে ফিরে যান।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার সাহেদ আলী বলেন, ‘ঘটনা অস্বীকার করছি না। আমরা ডিএমপি ১০-এর ৪ নম্বর সাব পিলারের কাছে ওই এলাকার দায়িত্বরত বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বিএসএফ জানিয়েছে তাঁদের গ্রাম থেকে গরু চুরি হয়েছে। ঘটনা সমাধান হয়ে গেছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে