মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে অবশেষে শুরু হয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম। গতকাল সোমবার যাচাই-বাছাই করে সদর উপজেলার ১১ জন ভিক্ষুককে ব্যাটারিচালিত অটোরিকশা ও মুদি পণ্য কিনে দেওয়া হয়েছে। এর উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ।
সরকারের সহযোগিতা পেয়ে উপকারভোগী সদর উপজেলার ডাউটিয়া এলাকার বাসিন্দা রোজিনা বেগম বলেন, ‘আমি ছোট বয়স থেকে ভিক্ষার সঙ্গে জড়িত আছি। এখন আর ঘুরে ঘুরে ভিক্ষা করতে ভালো লাগে না। স্যারেরা আমাদের দোকান করার জন্য মুদি মাল ও চা বিক্রি করতে জিনিসপত্র কিনি দিছেন। এখন থেকে আমার আর ভিক্ষা করা লাগবি না।’
একই কথা বলেন, সদর উপজেলার চর-গড়পাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন। তিনি একটি অটোরিকশা পেয়েছেন। আর ভিক্ষা করবেন না বলে জানান কবির।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘গত কয়েক দিনে সদর উপজেলার ২৫০ জন ভিক্ষুকের মধ্যে যাচাই-বাঁচাই করে ১৪৮ জন ভিক্ষুককে তালিকা ভুক্ত করেছি। এর মধ্যে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১১ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সাতজনকে মুদি পণ্য ও চারজনকে ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। বাকি ১৩৭ জন ভিক্ষুকদের পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার আজকের পত্রিকায় ‘তহবিলে কোটি টাকা কাজই শুরু হয়নি’ শিরোনামে মানিকগঞ্জের ভিক্ষুকদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশ হওয়ার পরে জেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু করে।
মানিকগঞ্জে অবশেষে শুরু হয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম। গতকাল সোমবার যাচাই-বাছাই করে সদর উপজেলার ১১ জন ভিক্ষুককে ব্যাটারিচালিত অটোরিকশা ও মুদি পণ্য কিনে দেওয়া হয়েছে। এর উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ।
সরকারের সহযোগিতা পেয়ে উপকারভোগী সদর উপজেলার ডাউটিয়া এলাকার বাসিন্দা রোজিনা বেগম বলেন, ‘আমি ছোট বয়স থেকে ভিক্ষার সঙ্গে জড়িত আছি। এখন আর ঘুরে ঘুরে ভিক্ষা করতে ভালো লাগে না। স্যারেরা আমাদের দোকান করার জন্য মুদি মাল ও চা বিক্রি করতে জিনিসপত্র কিনি দিছেন। এখন থেকে আমার আর ভিক্ষা করা লাগবি না।’
একই কথা বলেন, সদর উপজেলার চর-গড়পাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন। তিনি একটি অটোরিকশা পেয়েছেন। আর ভিক্ষা করবেন না বলে জানান কবির।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘গত কয়েক দিনে সদর উপজেলার ২৫০ জন ভিক্ষুকের মধ্যে যাচাই-বাঁচাই করে ১৪৮ জন ভিক্ষুককে তালিকা ভুক্ত করেছি। এর মধ্যে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১১ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সাতজনকে মুদি পণ্য ও চারজনকে ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। বাকি ১৩৭ জন ভিক্ষুকদের পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার আজকের পত্রিকায় ‘তহবিলে কোটি টাকা কাজই শুরু হয়নি’ শিরোনামে মানিকগঞ্জের ভিক্ষুকদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশ হওয়ার পরে জেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু করে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে