তৌফিকুল ইসলাম, ঢাকা
চলতি বছরের ডিসেম্বরেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু করতে চায় সরকার। সেই লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশের কাজ চলছে পুরোদমে। আগামী এপ্রিল থেকে এ অংশে শুরু হবে পিচ ঢালাই। তবে বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ পুরো এক্সপ্রেসওয়ের কাজ শেষ হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকার উত্তর অংশ থেকে দক্ষিণাংশে যাতায়াত নির্বিঘ্ন করতে ২০১১ সালের এপ্রিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তথা উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এ প্রকল্প ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নকশা বদল, ভূমি অধিগ্রহণ, বরাদ্দ সংকটসহ নানা জটিলতায় চারবার পিছিয়ে প্রকল্পের নতুন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত।
শুরুতে এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৭০৩ কোটি টাকা। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৯৪০ কোটি টাকায়। একাধিকবার মেয়াদ বাড়ার কারণে সব মিলিয়ে ৫ হাজার ১৫৫ কোটি টাকা বেড়ে প্রকল্পের বর্তমান ব্যয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৮ কোটি টাকায়।
সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘সকল সমস্যা কাটিয়ে করোনার সময়েও প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এখন আর্থিক কোনো সমস্যা নেই। ২০২৩ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। তবে এই বছরের ডিসেম্বরে বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য চালু করার পরিকল্পনা আছে। এ লক্ষ্যে আগামী এপ্রিল থেকে বিটুমিন বা পিচ ঢালাই শুরু হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক্সপ্রেসওয়ের কাজ চলছে তিন ভাগে। সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি এখন পর্যন্ত ৪৪ শতাংশ। এর মধ্যে বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত প্রথম ভাগের কাজ হয়েছে ৮০ শতাংশ। দ্বিতীয় ভাগে বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত কাজ হয়েছে ৩৪ শতাংশ। তৃতীয় ভাগে মগবাজার রেলক্রসিং থেকে কুতুবখালী অংশের কাজ চলছে ধীরগতিতে। শিগগিরই এ অংশের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, বর্তমানে এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে দিনরাত ২৪ ঘণ্টা কাজ চলছে। কোনো স্থানে চলছে পিলার বসানোর কাজ। কোথাও পিলারের ওপর বসানো হচ্ছে আই গার্ডার। বিমানবন্দর থেকে কুড়িল পার হয়ে ক্যান্টনমেন্ট রেলস্টেশন পর্যন্ত স্ল্যাব বসানো এরই মধ্যে শেষ হয়েছে।
এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে কাজ করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। কোম্পানির মালিকানার ৪৯ শতাংশ ব্যাংককভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির কাছে। বাকি অংশের মধ্যে ৩৪ শতাংশের মালিকানা চায়না শ্যাংডং ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল করপোরেশনের (সিএসআই)। চীনের আরেক কোম্পানি সিনো হাইড্রোর রয়েছে ১৫ শতাংশ। পিপিপির আওতায় ঠিকাদারদের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে ২৫ বছরের। নির্মাণকাজ শেষে সাড়ে ২১ বছর অংশীদার প্রতিষ্ঠানগুলো এক্সপ্রেসওয়ে থেকে টোল তুলবে। এরপর এর পুরো মালিকানা পাবে সরকার।
চুক্তি অনুযায়ী এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনকে টোল গুনতে হবে। প্রাইভেটকার ও মাইক্রোবাসকে টোল দিতে হবে ১২৫ টাকা। বাসের টোল ২৫০ টাকা। ফোর হুইলার ট্রাকের জন্য ৫০০ টাকা এবং সিক্স হুইলারের জন্য ৬২৫ টাকা টোল দিতে হবে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও থ্রি হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।
টোল এবং প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেরিতে হওয়ার কারণে প্রকল্পের যে সুবিধাটা পাওয়ার কথা ছিল, সেটা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর টোল দিয়ে যানবাহন পারাপার করাও একটা চ্যালেঞ্জ। সময়ের কাজ সময়ে করা হচ্ছে পিপিপি প্রকল্পের মূল উদ্দেশ্য। পিপিপির আওতায় প্রকল্প করার জন্য যোগ্য নয় আমাদের দেশ। সরকারের অনেকগুলো প্রজেক্ট চলছে। কারো সঙ্গে কোনো সমন্বয় নেই। যার ফলে কোনো প্রকল্পই সময়মতো হচ্ছে না।’
এ প্রসঙ্গে সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী সুলতানা আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘পিপিপি প্রকল্পে যে ধীরগতি ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমূল পরিবর্তন আসছে পিপিপি প্রকল্পে। পিপিপি সম্পর্কে মানুষের ধারণা আস্তে আস্তে বদলে যাবে। এখন অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।’
চলতি বছরের ডিসেম্বরেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু করতে চায় সরকার। সেই লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশের কাজ চলছে পুরোদমে। আগামী এপ্রিল থেকে এ অংশে শুরু হবে পিচ ঢালাই। তবে বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ পুরো এক্সপ্রেসওয়ের কাজ শেষ হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকার উত্তর অংশ থেকে দক্ষিণাংশে যাতায়াত নির্বিঘ্ন করতে ২০১১ সালের এপ্রিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তথা উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এ প্রকল্প ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নকশা বদল, ভূমি অধিগ্রহণ, বরাদ্দ সংকটসহ নানা জটিলতায় চারবার পিছিয়ে প্রকল্পের নতুন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত।
শুরুতে এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৭০৩ কোটি টাকা। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৯৪০ কোটি টাকায়। একাধিকবার মেয়াদ বাড়ার কারণে সব মিলিয়ে ৫ হাজার ১৫৫ কোটি টাকা বেড়ে প্রকল্পের বর্তমান ব্যয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৮ কোটি টাকায়।
সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘সকল সমস্যা কাটিয়ে করোনার সময়েও প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এখন আর্থিক কোনো সমস্যা নেই। ২০২৩ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। তবে এই বছরের ডিসেম্বরে বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য চালু করার পরিকল্পনা আছে। এ লক্ষ্যে আগামী এপ্রিল থেকে বিটুমিন বা পিচ ঢালাই শুরু হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক্সপ্রেসওয়ের কাজ চলছে তিন ভাগে। সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি এখন পর্যন্ত ৪৪ শতাংশ। এর মধ্যে বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত প্রথম ভাগের কাজ হয়েছে ৮০ শতাংশ। দ্বিতীয় ভাগে বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত কাজ হয়েছে ৩৪ শতাংশ। তৃতীয় ভাগে মগবাজার রেলক্রসিং থেকে কুতুবখালী অংশের কাজ চলছে ধীরগতিতে। শিগগিরই এ অংশের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, বর্তমানে এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে দিনরাত ২৪ ঘণ্টা কাজ চলছে। কোনো স্থানে চলছে পিলার বসানোর কাজ। কোথাও পিলারের ওপর বসানো হচ্ছে আই গার্ডার। বিমানবন্দর থেকে কুড়িল পার হয়ে ক্যান্টনমেন্ট রেলস্টেশন পর্যন্ত স্ল্যাব বসানো এরই মধ্যে শেষ হয়েছে।
এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে কাজ করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। কোম্পানির মালিকানার ৪৯ শতাংশ ব্যাংককভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির কাছে। বাকি অংশের মধ্যে ৩৪ শতাংশের মালিকানা চায়না শ্যাংডং ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল করপোরেশনের (সিএসআই)। চীনের আরেক কোম্পানি সিনো হাইড্রোর রয়েছে ১৫ শতাংশ। পিপিপির আওতায় ঠিকাদারদের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে ২৫ বছরের। নির্মাণকাজ শেষে সাড়ে ২১ বছর অংশীদার প্রতিষ্ঠানগুলো এক্সপ্রেসওয়ে থেকে টোল তুলবে। এরপর এর পুরো মালিকানা পাবে সরকার।
চুক্তি অনুযায়ী এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনকে টোল গুনতে হবে। প্রাইভেটকার ও মাইক্রোবাসকে টোল দিতে হবে ১২৫ টাকা। বাসের টোল ২৫০ টাকা। ফোর হুইলার ট্রাকের জন্য ৫০০ টাকা এবং সিক্স হুইলারের জন্য ৬২৫ টাকা টোল দিতে হবে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও থ্রি হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।
টোল এবং প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেরিতে হওয়ার কারণে প্রকল্পের যে সুবিধাটা পাওয়ার কথা ছিল, সেটা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর টোল দিয়ে যানবাহন পারাপার করাও একটা চ্যালেঞ্জ। সময়ের কাজ সময়ে করা হচ্ছে পিপিপি প্রকল্পের মূল উদ্দেশ্য। পিপিপির আওতায় প্রকল্প করার জন্য যোগ্য নয় আমাদের দেশ। সরকারের অনেকগুলো প্রজেক্ট চলছে। কারো সঙ্গে কোনো সমন্বয় নেই। যার ফলে কোনো প্রকল্পই সময়মতো হচ্ছে না।’
এ প্রসঙ্গে সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী সুলতানা আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘পিপিপি প্রকল্পে যে ধীরগতি ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমূল পরিবর্তন আসছে পিপিপি প্রকল্পে। পিপিপি সম্পর্কে মানুষের ধারণা আস্তে আস্তে বদলে যাবে। এখন অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে