সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে নির্বাচনী আমেজ। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন রূপে সেজেছে উপজেলার প্রতিটি ইউনিয়ন। পোস্টার আর ব্যানার বদলে দিয়েছে সরাইলের চিরচেনা রূপ।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে, মোড়ে, হাট-বাজারে প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার শোভা পাচ্ছে। রাত পোহালেই বিভিন্ন গান-বাজনার মাধ্যমে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকেরা। দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশ ফিরে আসায় স্বস্তি ফিরেছে ভোটারদের মধ্যে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পরপরই পুরোদমে শুরু করেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৃণমূল নেতা-কর্মী ও ভোটারদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাস্তাঘাট, হাটবাজার ও অলিগলিতে নির্বাচনী প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো সরাইল এলাকার জনপথ। প্রার্থীদের চলছে উঠান বৈঠক, আলোচনা সভা, গণসংযোগ ও মাইকিং।
এ ছাড়া নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাও। তাঁরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের স্টল থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনার ঝড়।
আর এ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। এ অবস্থায় সাধারণ ভোটারদের চাওয়া সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট।
সাধারণ ভোটাররা জানান, ইউনিয়ন ও ওয়ার্ডের উন্নয়নে যিনি কাজ করবেন এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকবেন তাঁকেই ভোট দেওয়ার কথা ভাবছে সবাই।
এদিকে, নির্বাচনে জয়ী হতে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলার অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অরুয়াইল এলাকাকে একটি মডেল ইউনিয়নে রূপ দেব ইনশা আল্লাহ।
জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুর রউফ বলেন, ভোটারদের কাছে যাচ্ছি, বেশ সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে নির্বাচনী আমেজ। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন রূপে সেজেছে উপজেলার প্রতিটি ইউনিয়ন। পোস্টার আর ব্যানার বদলে দিয়েছে সরাইলের চিরচেনা রূপ।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে, মোড়ে, হাট-বাজারে প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার শোভা পাচ্ছে। রাত পোহালেই বিভিন্ন গান-বাজনার মাধ্যমে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকেরা। দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশ ফিরে আসায় স্বস্তি ফিরেছে ভোটারদের মধ্যে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পরপরই পুরোদমে শুরু করেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৃণমূল নেতা-কর্মী ও ভোটারদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাস্তাঘাট, হাটবাজার ও অলিগলিতে নির্বাচনী প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো সরাইল এলাকার জনপথ। প্রার্থীদের চলছে উঠান বৈঠক, আলোচনা সভা, গণসংযোগ ও মাইকিং।
এ ছাড়া নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাও। তাঁরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের স্টল থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনার ঝড়।
আর এ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। এ অবস্থায় সাধারণ ভোটারদের চাওয়া সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট।
সাধারণ ভোটাররা জানান, ইউনিয়ন ও ওয়ার্ডের উন্নয়নে যিনি কাজ করবেন এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকবেন তাঁকেই ভোট দেওয়ার কথা ভাবছে সবাই।
এদিকে, নির্বাচনে জয়ী হতে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলার অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অরুয়াইল এলাকাকে একটি মডেল ইউনিয়নে রূপ দেব ইনশা আল্লাহ।
জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুর রউফ বলেন, ভোটারদের কাছে যাচ্ছি, বেশ সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে