পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মূল ফটক সব সময় খোলা থাকায় শহীদ মিনার চত্বরটি ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাখার গ্যারেজে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরশহরের পূর্ব বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ডাকঘরের মাঝখানে কেন্দ্রীয় এ শহীদ মিনারটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০০ সালে এই স্থানে জেলা, উপজেলা প্রশাসন শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেয়। এর তিন বছর পর নির্মাণকাজ শেষ করা হয়। প্রথম দিকে, কয়েক বছর উপজেলা প্রশাসন মূল ফটকে তালা দিয়ে লাগত। এতে অবাধে ভেতরে প্রবেশ করতে পারতেন না মানুষ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও দেখভাল করা হতো নিয়মিত। কিন্তু পরে রক্ষণাবেক্ষণে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফটকে তালা না থাকায় শহীদ মিনার চত্বরে বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে আড্ডা দিতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষজনকে।
গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গায় রাখা হয়েছে ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা ও মোটরসাইকেল। শহীদ মিনারটির সামনের ফাঁকা জায়গাজুড়ে ময়লা-আবর্জনা, কুকুরের মল পড়ে থাকতে দেখা যায়। পাদদেশে শুয়ে আছে একদল কুকুর। শহীদ মিনারের পাশেই অনেকেই প্রস্রাব করছেন নির্দ্বিধায়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘প্রায় সময় এ শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে। হাট-বাজারে আসা মানুষজনের উদাসীনতায় ক্ষুণ্ন হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যত্ন নেওয়া হলেও বছরের বাকি সময় পড়ে থাকে চরম অবহেলায়।’
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানলাম, মূল ফটক তালাবদ্ধ রাখার ব্যবস্থাসহ শহীদ মিনার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মূল ফটক সব সময় খোলা থাকায় শহীদ মিনার চত্বরটি ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাখার গ্যারেজে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরশহরের পূর্ব বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ডাকঘরের মাঝখানে কেন্দ্রীয় এ শহীদ মিনারটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০০ সালে এই স্থানে জেলা, উপজেলা প্রশাসন শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেয়। এর তিন বছর পর নির্মাণকাজ শেষ করা হয়। প্রথম দিকে, কয়েক বছর উপজেলা প্রশাসন মূল ফটকে তালা দিয়ে লাগত। এতে অবাধে ভেতরে প্রবেশ করতে পারতেন না মানুষ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও দেখভাল করা হতো নিয়মিত। কিন্তু পরে রক্ষণাবেক্ষণে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফটকে তালা না থাকায় শহীদ মিনার চত্বরে বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে আড্ডা দিতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষজনকে।
গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গায় রাখা হয়েছে ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা ও মোটরসাইকেল। শহীদ মিনারটির সামনের ফাঁকা জায়গাজুড়ে ময়লা-আবর্জনা, কুকুরের মল পড়ে থাকতে দেখা যায়। পাদদেশে শুয়ে আছে একদল কুকুর। শহীদ মিনারের পাশেই অনেকেই প্রস্রাব করছেন নির্দ্বিধায়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘প্রায় সময় এ শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে। হাট-বাজারে আসা মানুষজনের উদাসীনতায় ক্ষুণ্ন হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যত্ন নেওয়া হলেও বছরের বাকি সময় পড়ে থাকে চরম অবহেলায়।’
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানলাম, মূল ফটক তালাবদ্ধ রাখার ব্যবস্থাসহ শহীদ মিনার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে