সিরাজগঞ্জ সংবাদদাতা
এসপি হতে চেয়েছিল সন্দীপ কর্মকার নয়ন। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। দোলযাত্রার উদ্যাপনের পর সিরাজগঞ্জে যমুনা নদীতে গত শুক্রবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামে চার বন্ধু। এরপর দুই বন্ধু ফিরে এলেও নিখোঁজ ছিল সন্দীপ কর্মকার নয়ন ও সকাল সূত্রধর। ওই দিন সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্দীপ কর্মকারের মরদেহ উদ্ধার করে। তবে খোঁজ মেলেনি সকাল সূত্রধরের।
সন্দীপ কর্মকার নয়ন গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এবং নিখোঁজ সকাল সূত্রধর একই মহল্লার বিপ্লব সূত্রধর কালুর ছেলে। তারা উভয় স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গতকাল বিকেলে ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গেলে দেখা যায় শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা।
কথা হয় সকাল সূত্রধরের পিসি ভারতী রানীর সঙ্গে। তিনি বলেন, ‘ভাইয়ের একমাত্র ছেলের লাশও পাচ্ছি না আমরা।’
সন্দীপ কর্মকার নয়নের চাচা লক্ষন কর্মকার বলেন, ‘নয়ন এসপি হতে চেয়েছিল। ওর রুমের দেয়াল, ডায়েরি ও গিটারে লেখা সন্দীপ কর্মকার এসপি। সেই আশা ওর আর পূরণ হলো না।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা নদীতে কয়েকজন বন্ধু বেড়াতে আসে। নৌকায় কিছু দূর যাওয়ার পর চারজন পানিতে নামে। পরে দুজন নৌকায় উঠতে পারলেও আরও দুজনকে আর পাওয়া যায়নি। পরে ডুবুরি দল একজনকে উদ্ধার করে।
স্বজনের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যে দুজন নিখোঁজ হয়েছিল তারা কেউ সাঁতার জানত না। তবে একজনের মরদেহ রাজশাহী ডুবুরি দল উদ্ধার করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে রায়গঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
এসপি হতে চেয়েছিল সন্দীপ কর্মকার নয়ন। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। দোলযাত্রার উদ্যাপনের পর সিরাজগঞ্জে যমুনা নদীতে গত শুক্রবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামে চার বন্ধু। এরপর দুই বন্ধু ফিরে এলেও নিখোঁজ ছিল সন্দীপ কর্মকার নয়ন ও সকাল সূত্রধর। ওই দিন সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্দীপ কর্মকারের মরদেহ উদ্ধার করে। তবে খোঁজ মেলেনি সকাল সূত্রধরের।
সন্দীপ কর্মকার নয়ন গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এবং নিখোঁজ সকাল সূত্রধর একই মহল্লার বিপ্লব সূত্রধর কালুর ছেলে। তারা উভয় স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গতকাল বিকেলে ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গেলে দেখা যায় শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা।
কথা হয় সকাল সূত্রধরের পিসি ভারতী রানীর সঙ্গে। তিনি বলেন, ‘ভাইয়ের একমাত্র ছেলের লাশও পাচ্ছি না আমরা।’
সন্দীপ কর্মকার নয়নের চাচা লক্ষন কর্মকার বলেন, ‘নয়ন এসপি হতে চেয়েছিল। ওর রুমের দেয়াল, ডায়েরি ও গিটারে লেখা সন্দীপ কর্মকার এসপি। সেই আশা ওর আর পূরণ হলো না।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা নদীতে কয়েকজন বন্ধু বেড়াতে আসে। নৌকায় কিছু দূর যাওয়ার পর চারজন পানিতে নামে। পরে দুজন নৌকায় উঠতে পারলেও আরও দুজনকে আর পাওয়া যায়নি। পরে ডুবুরি দল একজনকে উদ্ধার করে।
স্বজনের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যে দুজন নিখোঁজ হয়েছিল তারা কেউ সাঁতার জানত না। তবে একজনের মরদেহ রাজশাহী ডুবুরি দল উদ্ধার করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে রায়গঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে