ইউপির জমিতে আ.লীগ নেতার বাড়ি নির্মাণ

ময়মনসিংহ ও ফুলবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০৬: ০২
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩: ২২

ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) জমি দখল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাড়ি নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আশরাফুল ছিদ্দিক।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন এবং সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের জমি নিয়ে চেয়ারম্যান, সদস্য ও বুলবুলের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, দ্রুত সমাধান না হলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোনো অঘটন ঘটার আগেই সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পরিষদের জমি মেপে সীমানা নির্ধারণ করে দেওয়া সবার জন্য মঙ্গল হবে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বুলবুল হোসেন প্রভাব খাঁটিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে এবং ইউপির জায়গায় বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করছেন। পরিষদের পক্ষ থেকে বাধা দিলেও তিনি কাজ বন্ধ করেননি। এ নিয়ে প্রায়ই মারমুখী অবস্থানের ঘটনা ঘটছে। ইতিমধ্যে ভবনের নিচতলার কিছু অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য রইছ উদ্দিন দুদু জানান, পরিষদের জমিতে সীমানা প্রাচীর না থাকার সুযোগে তা বেদখল করে বাড়ি নির্মাণের কাজ করছেন আওয়ামী লীগ নেতা বুলবুল। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় জমি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ১৯৬৮ সালে বুলবুলের নানা ইন্তাজ আলীর কাছ থেকে ইউনিয়ন পরিষদের নামে এক হাজার টাকায় সাব-কবলায় ৬৬ শতাংশ জমি ক্রয় করা হয়। ১৯৭৩ সালে এই পরিষদের সদস্য ও পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম আমি। সম্প্রতি বুলবুল হোসেন পরিষদের ১৬ শতাংশ জায়গা বেদখল করে বহুতল ভবন নির্মাণ করছে। এটা অন্যায়। প্রশাসনের হস্তক্ষেপ করা প্রয়োজন।

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন তালুকদার বলেন, পরিষদের জমি কারও ব্যক্তিগত সম্পদ নয়, সরকার ও জনগণের সম্পত্তি। এটা উদ্ধার করাও সরকারের কাজ। পরিষদের পক্ষ থেকে লিখিত অভিযোগের মাধ্যমে ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি, সমস্যা সমাধান হবে।

তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘এই জমির আমার মায়ের নামে দলিল ও খারিজ আছে। এটা পরিষদের জমি না। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমার নামে অপপ্রচার চালাচ্ছে বর্তমান চেয়ারম্যান।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক বলেন, ‘এনায়েতপুর ইউনিয়ন পরিষদের জমি নিয়ে বিরোধের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই জমি মেপে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।’

ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। চেষ্টা করব একটা সমাধানের।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত