রাঙ্গুনিয়ায় ৮৫০ মেট্রিক টন আমন সংগ্রহের লক্ষ্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৫
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছর ৮৫০ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়।

গত সোমবার আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উত্তম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, খাদ্য পরিদর্শক মোরশেদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

খাদ্য পরিদর্শক মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষি কার্ডধারী প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৮৫০ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত