প্রচার বন্ধ করে কবর খননে শামশুল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৫
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ০৯

নির্বাচনী প্রচারে গতকাল শুক্রবার বের হয়েছিলেন ইউপি সদস্য প্রার্থী শামশুল আলম। এ সময় গ্রামের বয়োবৃদ্ধ নারী ফাতেমা বেগমের মৃত্যুর খবর পান তিনি। প্রচার বন্ধ করে নেমে পড়েন কবর খননে। কাজ শেষ করে আবার বের হন প্রচারে।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শামশুল আলম। তিনি প্রায় ২৭ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করেন। শেষ বিদায়ের বন্ধু হিসেবে এলাকায় পরিচিত।

শামশুল বলেন, ‘ভোটে প্রার্থী হয়েছি বলেই নয়, সারা জীবন আমি এই কাজ করে যাব। মানুষের শেষ বিদায়ে সহযোগী হওয়ার চেয়ে পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। নিজের গ্রাম ডুমুরিয়া বা আশপাশের গ্রামে কেউ মারা গেলেই তাঁর ডাক পড়ে। ১৮ বছর বয়স থেকে মুরব্বিদের সঙ্গে মিলে কবর খননের হাতে খড়ি। সেই থেকে ৪৫ বছর জীবনে খনন করেছে শতাধিক কবর।’ বিনা পারিশ্রমিকে সেবার মানসিকতায় এই কাজ করেন বলে জানান তিনি।

শামশুল আলম আরও বলেন, এবারের নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ডুমুরিয়া থেকে নির্বাচন করছেন। কবর খননের কাজ শেষ করে গ্রামে অন্তত ১০ পাড়ায় গণসংযোগ করেছেন। ঘরে ঘরে গিয়ে মানুষের খবর নিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত