মেয়াদ শেষ ১৬ বছর আগে, হয়নি সম্মেলন

আরিফ আহম্মেদ, গৌরীপুর
প্রকাশ : ১৩ জুন ২০২২, ০৬: ৪২
আপডেট : ১৩ জুন ২০২২, ২৩: ৩৯

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। পরবর্তী সম্মেলন হওয়ার কথা ছিল ২০০৬ সালে। কিন্তু ১৬ বছরেও হয়নি সেই সম্মেলন। ইতিমধ্যে এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জন মারা গেছেন। ৬৭ সদস্যবিশিষ্ট কমিটির বিভিন্ন পদে একাধিকবার পরিবর্তন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

তবে দীর্ঘ সময় পর হলেও অবশেষে আভাস মিলেছে সম্মেলনের। পদপ্রত্যাশীরা নিজেদের প্রার্থিতা ঘোষণাসহ শুরু করেছেন তদবির। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে জানাচ্ছেন তাঁদের ইচ্ছার কথা। চাঙা হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরাও।

মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি প্রয়াত ডা. মজিবুর রহমান ফকির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। একবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবু সাংগঠনিকভাবে দুর্বল গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। ২০১৬ সালে তিনি মারা যান। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেকটা ঝিমিয়ে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে নতুন কমিটি গঠনের কথা।

জানা গেছে, ইতিমধ্যে সভাপতি পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কালাম মো. আজাদ, বর্তমান কমিটির সহসভাপতি গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, রঞ্জন সরকার প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজীর আহমেদ রাজিব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, ময়মনসিংহ জিলা কোচ মালিক সমিতির সভাপতি সোমনাথ সাহা, কেন্দ্রীয় যুব লীগের সাবেক সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক ছাত্রনেতা সাদেকুর রহমান সেলিম নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বা নতুন কমিটি গঠনের বিষয়ে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে দলের হাইকমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, বেশ কয়েক বছর আগে দলের জন্য কার্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সভাপতি ডা. মজিবুর রহমান ফকির। তখন তাঁর আকস্মিক মৃত্যুতে তা আর বাস্তবায়ন করা যায়নি।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু আজকের পত্রিকাকে বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত