আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী গ্রামের আইজন বেওয়া (৯০)। তিনি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য গতকাল যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু লোকজনের ভিড়ে লাইনেই দাঁড়াতেই পারেননি। একপর্যায়ে বসে পড়েন স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে। অবশ্য পরে টিকা দিতে পেরেছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে টিকা নিতে আসা একাধিক ব্যক্তিরা জানান, একদিকে লোকবলসংকট, অন্যদিকে বৃদ্ধাসহ নারীদের লাইন ছিল দীর্ঘ। ভিড়ের জন্য টিকা নিতে বিড়ম্বনার শিকার হয়েছেন তাঁরা।
গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা নিতে আসা লোকজনের সংখ্যা পুরুষের তুলনায় নারীদের সংখ্যা ছিল অনেক বেশি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রুহুল আমিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সব স্টাফ নিজ দপ্তরের কাজে ব্যস্ত থাকতে হয়। টিকাদানের সময় বাড়তি চাপ আসে আমাদের ওপরে। পর্যাপ্ত লোকবলের অভাবে টিকা নিতে আসা লোকজনের ভিড় সামাল দেওয়া সম্ভব হয় না। যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে, তাহলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
টিকা নিতে আসা তাঁরা বানু বলেন, ‘আজ আমি ও আমার বৃদ্ধা মা টিকা নিতে এসেছি। মেয়েদের লাইনে খুব ভিড়। বাধ্য হয়ে মাকে অন্যত্র বসিয়ে রেখে নিজে লাইনে দাঁড়িয়েছি।’
এ সময় কথা হয় আনিছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আজ টিকা নিতে আসা লোকজনের মধ্যে সবচেয়ে বেশি ভিড় মেয়েদের লাইনে। এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। নেই পর্যাপ্ত লোকবল।’
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রিপন হোসেন বলেন, ‘ছেলেদের তুলনায় মহিলাদের লাইন অনেক বড়, এ কারণে অনেক বৃদ্ধা লাইনে দাঁড়াতে পারছেন না। অনেকে অসুস্থও হয়েছেন। তাই আমরা একটি হ্যান্ড মাইক নিয়ে বারবার বলে দিচ্ছি, বৃদ্ধ লোকদের সবার আগে টিকা দেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন জানান, গতকাল সিনোর্ফামের প্রথম ডোজের ৬০০ এবং দ্বিতীয় ডোজের ৪০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী গ্রামের আইজন বেওয়া (৯০)। তিনি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য গতকাল যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু লোকজনের ভিড়ে লাইনেই দাঁড়াতেই পারেননি। একপর্যায়ে বসে পড়েন স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে। অবশ্য পরে টিকা দিতে পেরেছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে টিকা নিতে আসা একাধিক ব্যক্তিরা জানান, একদিকে লোকবলসংকট, অন্যদিকে বৃদ্ধাসহ নারীদের লাইন ছিল দীর্ঘ। ভিড়ের জন্য টিকা নিতে বিড়ম্বনার শিকার হয়েছেন তাঁরা।
গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা নিতে আসা লোকজনের সংখ্যা পুরুষের তুলনায় নারীদের সংখ্যা ছিল অনেক বেশি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রুহুল আমিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সব স্টাফ নিজ দপ্তরের কাজে ব্যস্ত থাকতে হয়। টিকাদানের সময় বাড়তি চাপ আসে আমাদের ওপরে। পর্যাপ্ত লোকবলের অভাবে টিকা নিতে আসা লোকজনের ভিড় সামাল দেওয়া সম্ভব হয় না। যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে, তাহলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
টিকা নিতে আসা তাঁরা বানু বলেন, ‘আজ আমি ও আমার বৃদ্ধা মা টিকা নিতে এসেছি। মেয়েদের লাইনে খুব ভিড়। বাধ্য হয়ে মাকে অন্যত্র বসিয়ে রেখে নিজে লাইনে দাঁড়িয়েছি।’
এ সময় কথা হয় আনিছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আজ টিকা নিতে আসা লোকজনের মধ্যে সবচেয়ে বেশি ভিড় মেয়েদের লাইনে। এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। নেই পর্যাপ্ত লোকবল।’
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রিপন হোসেন বলেন, ‘ছেলেদের তুলনায় মহিলাদের লাইন অনেক বড়, এ কারণে অনেক বৃদ্ধা লাইনে দাঁড়াতে পারছেন না। অনেকে অসুস্থও হয়েছেন। তাই আমরা একটি হ্যান্ড মাইক নিয়ে বারবার বলে দিচ্ছি, বৃদ্ধ লোকদের সবার আগে টিকা দেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন জানান, গতকাল সিনোর্ফামের প্রথম ডোজের ৬০০ এবং দ্বিতীয় ডোজের ৪০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে