এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান আজ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০৮: ৩৬
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ৩৯

বাগেরহাটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন হবে। এই দিন প্রতিষ্ঠানটির ৯২ জন এইসএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

শিক্ষার্থীদের টিকা দানের জন্য ইতিমধ্যে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে ফাইজার-বায়োএনটেক ‘এর ২৩ হাজার ৪০০ টিকা পৌঁছেছে। দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা রাখা হয়েছে। শনিবার সকাল থেকে জেলার সব উপজেলায় এইসএসসি পরীক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

অন্যান্য টিকা কার্যক্রমও পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, এইসএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী প্রথম ধাপে আমরা ২৩ হাজার ৪০০ টিকা পেয়েছি। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এই টিকা গ্রহণ করতে পারবেন।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য সাত লাখ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ছয় লাখ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং তিন লাখ ৮১ হাজার ৮৭২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত