ভারতীয় ৪৭ মহিষ ও ৯টি গরু আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০৭: ৩৮
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ৫৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে টাস্কফোর্স ও বিজিবি দুই দফা অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ৪৭টি মহিষ ও ৯টি হরিয়ানা গরু আটক করেছে। গতকাল বৃহস্পতিবার টাস্কফোর্স সকাল ৬টা থেকে ৮টা ও বিজিবি দিনব্যাপী অভিযান চালায়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নেতৃত্বে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ও আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবি ও দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে।

অভিযানে পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ও দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র মহন্ত সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযানে উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া এলাকার আমিনুর রহমান ফতুর বাড়ির পেছনে ৬টি ভারতীয় মহিষ ও মহিমপাড়া সংলগ্ন নদী এলাকা থেকে ১৭টি মহিষ ও ৩টি ভারতীয় হরিয়ানা গরু আটক করা হয়। আটক গরু ও মহিষগুলো দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধানের জিম্মায় দেওয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেন, গরু, মহিষসহ সব অবৈধ চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আটক গরু ও মহিষগুলোর ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জাহাবুল ইসলামের নেতৃত্বে দহগ্রাম ও আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা দিনব্যাপী চোরাচালান প্রতিরোধে অভিযান চালায়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ২৪টি মহিষ ও ৬টি গরু আটক করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত