আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

আনোয়ারা ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১০: ২৩
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ০২

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে তাঁর গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

এ ছাড়া আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।

এদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি জানান, মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া এতিমখানায় খাবার বিতরণ ও মেজবানের আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত