মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব খাল দখল করছে বলে জানা গেছে। এতে কৃষকেরা জমিতে পানি দিতে না পারায় ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে।
কয়েক বছর ধরে খাল দখল চলছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার খালগুলোর বিভিন্ন অংশের ওপর আড়াআড়িভাবে স্থানীয় লোকজন বাসা-বাড়ির অংশ বিশেষ, বাঁশের সাঁকো ও পাকা সেতু নির্মাণ করেছেন। ১৬ কিলোমিটার দীর্ঘ ও ১০০ ফুট চওড়া মতলব-বাবুরহাট খালের ওপরই নির্মিত হয়েছে শতাধিক সেতু। এ ছাড়া সেখানকার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের অংশে সহস্রাধিক দোকানপাট নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এক-দেড় শ লোক ওই খাল দখল করেছেন। বাকি খালগুলোরও কিছু অংশ দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়া হয়েছে। এতে এসব খালে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এসব খালে বর্ষাতেও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রস্থ কমতে কমতে অনেক স্থানে বিলিনের পথে অনেক খাল। এ ছাড়া বেশ কয়েকটি খাল দখল করে দোকান ও সেতু নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মহল। ফলে হুমকিতে রয়েছে এসব খালের অস্তিত্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
উপজেলা ভূমি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৮টি খাল রয়েছে। এগুলো হলো তেলী মাছুয়াখাল, কাশিমপুর-পুরণ, নারায়ণপুর, নলুয়া, চরপাথালিয়া, দিঘলদী, দূরগাঁও লক্ষ্মীপুর, সাড়পাড়, নাগদা, পুটিয়া, লামচরী, শাহাপুর, টেমাই, ধনারপাড়, বোয়ালজুড়ি, করবন্দ, বাইশপুর ও মতলব-বাবুরহাট খাল। এসব খাল ব্রিটিশ আমলের। এগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দু-তিন বছর ধরে উপজেলার চরপাথালিয়া, নলুয়া, দিঘলদী, দূরগাঁও, ধনারপাড়, বাইশপুর ও মতলব-বাবুরহাট খালের বেশ কিছু অংশ বেদখল হয়ে আছে। এসব খালের ১০-১২ ফুট পাড়ের অংশ দখল করে অবৈধভাবে ঘর-বাড়ির অংশ, দোকান ও সেতু নির্মাণ করেছেন স্থানীয় লোকজন।
মুন্সীরহাট এলাকার বাসিন্দা আমজাদ আখন্দ বলেন, জীবিকার স্বার্থে খালের পাড়ে অনেকে দোকান দিয়েছেন। তবে অসাবধানতাবশত দোকানের কিছু অংশ খালের ভেতর ঢুকে গেছে। ইচ্ছাকৃতভাবে খাল দখল করেননি।
মতলব সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অশোক কুমার রায় বলেন, খাল বা নদী দখল হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। হুমকিতে থাকে জীববৈচিত্র্য। খাল দখলের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, অবৈধভাবে খাল দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) বিষয়টি জানানো হয়েছে। পাউবোর সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব খাল দখল করছে বলে জানা গেছে। এতে কৃষকেরা জমিতে পানি দিতে না পারায় ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে।
কয়েক বছর ধরে খাল দখল চলছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার খালগুলোর বিভিন্ন অংশের ওপর আড়াআড়িভাবে স্থানীয় লোকজন বাসা-বাড়ির অংশ বিশেষ, বাঁশের সাঁকো ও পাকা সেতু নির্মাণ করেছেন। ১৬ কিলোমিটার দীর্ঘ ও ১০০ ফুট চওড়া মতলব-বাবুরহাট খালের ওপরই নির্মিত হয়েছে শতাধিক সেতু। এ ছাড়া সেখানকার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের অংশে সহস্রাধিক দোকানপাট নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এক-দেড় শ লোক ওই খাল দখল করেছেন। বাকি খালগুলোরও কিছু অংশ দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়া হয়েছে। এতে এসব খালে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এসব খালে বর্ষাতেও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রস্থ কমতে কমতে অনেক স্থানে বিলিনের পথে অনেক খাল। এ ছাড়া বেশ কয়েকটি খাল দখল করে দোকান ও সেতু নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মহল। ফলে হুমকিতে রয়েছে এসব খালের অস্তিত্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
উপজেলা ভূমি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৮টি খাল রয়েছে। এগুলো হলো তেলী মাছুয়াখাল, কাশিমপুর-পুরণ, নারায়ণপুর, নলুয়া, চরপাথালিয়া, দিঘলদী, দূরগাঁও লক্ষ্মীপুর, সাড়পাড়, নাগদা, পুটিয়া, লামচরী, শাহাপুর, টেমাই, ধনারপাড়, বোয়ালজুড়ি, করবন্দ, বাইশপুর ও মতলব-বাবুরহাট খাল। এসব খাল ব্রিটিশ আমলের। এগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দু-তিন বছর ধরে উপজেলার চরপাথালিয়া, নলুয়া, দিঘলদী, দূরগাঁও, ধনারপাড়, বাইশপুর ও মতলব-বাবুরহাট খালের বেশ কিছু অংশ বেদখল হয়ে আছে। এসব খালের ১০-১২ ফুট পাড়ের অংশ দখল করে অবৈধভাবে ঘর-বাড়ির অংশ, দোকান ও সেতু নির্মাণ করেছেন স্থানীয় লোকজন।
মুন্সীরহাট এলাকার বাসিন্দা আমজাদ আখন্দ বলেন, জীবিকার স্বার্থে খালের পাড়ে অনেকে দোকান দিয়েছেন। তবে অসাবধানতাবশত দোকানের কিছু অংশ খালের ভেতর ঢুকে গেছে। ইচ্ছাকৃতভাবে খাল দখল করেননি।
মতলব সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অশোক কুমার রায় বলেন, খাল বা নদী দখল হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। হুমকিতে থাকে জীববৈচিত্র্য। খাল দখলের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, অবৈধভাবে খাল দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) বিষয়টি জানানো হয়েছে। পাউবোর সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে