নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর দিয়ে যাঁরা দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন তাঁদের সামাজিকভাবে সম্মান দেওয়া হলে বড় স্বীকৃতি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ জেলার সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মাহবুবুল আলম আরও বলেন, ‘আমরা হয়রানি থেকে মুক্তি চাই। আমরা স্বেচ্ছায় দেশের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স দেব।’ প্রতিটি উপজেলায় কর অফিস চালু হলে করদাতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সেরা করদাতা পুরস্কার পাওয়া নাদের খান বলেন, ‘ভ্যাট নিয়ে অনেকের ভীতি আছে। কর কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। ভ্যাটের আদি রীতি মডিফাই করে এখানে চালু করা হয়েছে। যদি সঠিক উন্নয়ন অব্যাহত থাকে, তবে কর দিতে ইচ্ছে হবে।’
নাদের খান আরও বলেন, ‘যাঁরা কর দেন, তাঁদের ওপর বারবার হামলা হয়। আমরা যদি ভীতিতে থাকি, তবে করের আওতা বাড়বে না। ফটিকছড়িতে আমার চা বাগান আছে। সেখানে নিয়মিত যাতায়াত করি। এখন ভিলেজ ইকোনমি ভাইব্রেন্ট।’
সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩) মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
কর দিয়ে যাঁরা দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন তাঁদের সামাজিকভাবে সম্মান দেওয়া হলে বড় স্বীকৃতি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ জেলার সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মাহবুবুল আলম আরও বলেন, ‘আমরা হয়রানি থেকে মুক্তি চাই। আমরা স্বেচ্ছায় দেশের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স দেব।’ প্রতিটি উপজেলায় কর অফিস চালু হলে করদাতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সেরা করদাতা পুরস্কার পাওয়া নাদের খান বলেন, ‘ভ্যাট নিয়ে অনেকের ভীতি আছে। কর কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। ভ্যাটের আদি রীতি মডিফাই করে এখানে চালু করা হয়েছে। যদি সঠিক উন্নয়ন অব্যাহত থাকে, তবে কর দিতে ইচ্ছে হবে।’
নাদের খান আরও বলেন, ‘যাঁরা কর দেন, তাঁদের ওপর বারবার হামলা হয়। আমরা যদি ভীতিতে থাকি, তবে করের আওতা বাড়বে না। ফটিকছড়িতে আমার চা বাগান আছে। সেখানে নিয়মিত যাতায়াত করি। এখন ভিলেজ ইকোনমি ভাইব্রেন্ট।’
সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩) মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে