আজকের পত্রিকা ডেস্ক
‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানে বিভিন্ন স্থানে উদ্যাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। গতকাল শনিবার দিনটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে–
রাজবাড়ী: দিনটি উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে গতকাল সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে পুলিশ লাইনস ড্রিল শেডে আলোচনা সভা হয়।
এ সময় বক্তারা বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমে এসেছে। জনগণ ভরসাস্থল হিসেবে এখন পুলিশকে খুঁজে নেয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে পুলিশকে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী–২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রমুখ।
বালিয়াকান্দি: গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বালিয়াকান্দি থানার আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। এটি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়েছে। বালিয়াকান্দি থানা ওসি তারিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
পাংশা: কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। গতকাল দুপুর ১২টায় পাংশা থানা–পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী।
ফরিদপুর: ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে অম্বিকা মেমোরিয়াল হল মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আলোচনা সভা করে। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক প্রফেসর শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
মহম্মদপুর (মাগুরা) : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।
‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানে বিভিন্ন স্থানে উদ্যাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। গতকাল শনিবার দিনটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে–
রাজবাড়ী: দিনটি উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে গতকাল সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে পুলিশ লাইনস ড্রিল শেডে আলোচনা সভা হয়।
এ সময় বক্তারা বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমে এসেছে। জনগণ ভরসাস্থল হিসেবে এখন পুলিশকে খুঁজে নেয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে পুলিশকে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী–২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রমুখ।
বালিয়াকান্দি: গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বালিয়াকান্দি থানার আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। এটি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়েছে। বালিয়াকান্দি থানা ওসি তারিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
পাংশা: কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। গতকাল দুপুর ১২টায় পাংশা থানা–পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী।
ফরিদপুর: ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে অম্বিকা মেমোরিয়াল হল মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আলোচনা সভা করে। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক প্রফেসর শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
মহম্মদপুর (মাগুরা) : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে