মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা এলাকায় ঝুঁকিপূর্ণ তিনটি সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতু পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
মঠবাড়িয়ার পাথরঘাটা বাসস্ট্যান্ড থেকে ডৌয়াতলা কুমিরমারা কার্পেটিং সড়কের সঙ্গে থাকা তিনটি সংযোগ সেতু এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
দেখা যায়, হলতা নদীর ওপর স্থাপিত নয়ারহাট সূর্যমণি লোহার সেতুটি দিয়ে প্রায় এক যুগ ধরে দুই চাকার যানসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদের।
২২ কুড়া সেতুটিও হলতা নদীর ওপর স্থাপিত। ২০২০ সালে টেন্ডার করে নতুন সেতুর কাজ শুরু হয়। বিক্রি করা হয় সেতুর পুরোনো লোহার মালামাল। বন্ধ হয়ে যায় নদীটির দুই পারের মানুষের যোগাযোগ। সেতুটিতে কাজ শুরু করেই ফেলে রাখা হয়, যেন দেখার কেউ নেই।
হলতা নদীর ওপর আরেকটি লোহার সেতু রয়েছে কুমিরমারা নতুন বাজারে। এ সেতু দিয়ে এখন পর্যন্ত শতাধিক মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রতি বছর শোনা যায় টেন্ডার হচ্ছে। কিন্তু কাজ শুরু হয় না বলে জানান স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী জানান, উল্লেখিত লোহার সেতু দিয়ে তেঁতুলতলা, গিলাবাদ, দধিভাঙা, কাঁকড়াবুনিয়া, রাজারহাট, আমুয়া, সাতঘর, বাসাবাড়ি, উত্তর ভেচকি, আশিকুড়া, কুঞ্জবাড়ই, তালেশ্বর, বুকাবুনিয়া, হলতা, সোনবুনিয়া, ভাইজোড়া ও গাবতলাসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করেন। এখানে টেকসই পাকা সেতু স্থাপন করা জরুরি।
টিকিকাটা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, ‘সেতুগুলোর ব্যাপারে স্থানীয় সাংসদ ও এলজিইডির কাছে বহুবার ধরনা দিয়ে দুর্ভোগের কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. কাজী জসিম জানান, ঝুঁকিপূর্ণ সেতুগুলোর সয়েল টেস্ট করে দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডার হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলো থেকে জনদুর্ভোগ কমাতে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা এলাকায় ঝুঁকিপূর্ণ তিনটি সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতু পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
মঠবাড়িয়ার পাথরঘাটা বাসস্ট্যান্ড থেকে ডৌয়াতলা কুমিরমারা কার্পেটিং সড়কের সঙ্গে থাকা তিনটি সংযোগ সেতু এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
দেখা যায়, হলতা নদীর ওপর স্থাপিত নয়ারহাট সূর্যমণি লোহার সেতুটি দিয়ে প্রায় এক যুগ ধরে দুই চাকার যানসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদের।
২২ কুড়া সেতুটিও হলতা নদীর ওপর স্থাপিত। ২০২০ সালে টেন্ডার করে নতুন সেতুর কাজ শুরু হয়। বিক্রি করা হয় সেতুর পুরোনো লোহার মালামাল। বন্ধ হয়ে যায় নদীটির দুই পারের মানুষের যোগাযোগ। সেতুটিতে কাজ শুরু করেই ফেলে রাখা হয়, যেন দেখার কেউ নেই।
হলতা নদীর ওপর আরেকটি লোহার সেতু রয়েছে কুমিরমারা নতুন বাজারে। এ সেতু দিয়ে এখন পর্যন্ত শতাধিক মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রতি বছর শোনা যায় টেন্ডার হচ্ছে। কিন্তু কাজ শুরু হয় না বলে জানান স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী জানান, উল্লেখিত লোহার সেতু দিয়ে তেঁতুলতলা, গিলাবাদ, দধিভাঙা, কাঁকড়াবুনিয়া, রাজারহাট, আমুয়া, সাতঘর, বাসাবাড়ি, উত্তর ভেচকি, আশিকুড়া, কুঞ্জবাড়ই, তালেশ্বর, বুকাবুনিয়া, হলতা, সোনবুনিয়া, ভাইজোড়া ও গাবতলাসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করেন। এখানে টেকসই পাকা সেতু স্থাপন করা জরুরি।
টিকিকাটা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, ‘সেতুগুলোর ব্যাপারে স্থানীয় সাংসদ ও এলজিইডির কাছে বহুবার ধরনা দিয়ে দুর্ভোগের কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. কাজী জসিম জানান, ঝুঁকিপূর্ণ সেতুগুলোর সয়েল টেস্ট করে দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডার হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলো থেকে জনদুর্ভোগ কমাতে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে