কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
ঘটনাটি ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বরের। আমার বয়স তখন চার বছর। ঢাকায় যাওয়ার পথে গাড়িসহ নিখোঁজ হোন বাবা। এরপর কেটে গেছে ২৬টি বছর। তবু ফিরে পেলাম না বাবাকে। বাবা হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি।
কথাগুলো বলছিলেন নিখোঁজ আব্দুল হান্নানের পুত্র শফিউল আলম সৌরভ। হান্নান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল ছত্তারের বড় ছেলে। হান্নানের সঙ্গে গাড়ি চালক জুড়ী মনতৈল গ্রামের বাসিন্দা গিয়াস মিয়াও নিখোঁজ হন।
আব্দুল হান্নানের পরিবার সূত্রে জানা যায়, সে সময় ১৬ ডিসেম্বর ঢাকা থেকে মৌলভীবাজারের মাধবকুণ্ডে আসেন সাতজন লোক। ফেরার পথে ওই তাঁরা কুলাউড়ার উত্তরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে ঢাকার উদ্দেশে মাইক্রোবাস ভাড়ার জন্য খোঁজেন। এ সময় হান্নানের গাড়ি চালক গিয়াস মিয়ার সঙ্গে কথা হয়। আব্দুল হান্নান ও গিয়াস মিয়া ৩ হাজার ৫০০ টাকা ভাড়ার বিনিময়ে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার চুক্তি করেন।হান্নান তাঁর বাড়িতে বলে যান ঢাকায় যাত্রী নিয়ে যাচ্ছেন। পরদিন চলে আসবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও চালকসহ আব্দুল হান্নান আর ফেরেননি।
আব্দুল হান্নানের ছোট ভাই তুতিউর রহমান জানান, ঘটনার দু’দিন পর অনুমান করা হয় তাঁরা অপহরণ হয়। পরে কুলাউড়া থানায় জিডি করা হয়। পরে মামলাও দায়ের করেন। মামলাটি পরে ডিবি মৌলভীবাজারে স্থানান্তরিত হয়। ডিবি থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত করা হয়।
সিআইডি মৌলভীবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) বিকাশ চন্দ্র দাশ মোবাইলে বলেন, ঘটনাটি অনেক আগের।ওই সময় দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মামলাটির প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন হয়তো। আদালতে বিষয়টি খোঁজ নিলে মামলার পুরো ব্যাপারটি জানা যাবে।
ঘটনাটি ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বরের। আমার বয়স তখন চার বছর। ঢাকায় যাওয়ার পথে গাড়িসহ নিখোঁজ হোন বাবা। এরপর কেটে গেছে ২৬টি বছর। তবু ফিরে পেলাম না বাবাকে। বাবা হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি।
কথাগুলো বলছিলেন নিখোঁজ আব্দুল হান্নানের পুত্র শফিউল আলম সৌরভ। হান্নান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল ছত্তারের বড় ছেলে। হান্নানের সঙ্গে গাড়ি চালক জুড়ী মনতৈল গ্রামের বাসিন্দা গিয়াস মিয়াও নিখোঁজ হন।
আব্দুল হান্নানের পরিবার সূত্রে জানা যায়, সে সময় ১৬ ডিসেম্বর ঢাকা থেকে মৌলভীবাজারের মাধবকুণ্ডে আসেন সাতজন লোক। ফেরার পথে ওই তাঁরা কুলাউড়ার উত্তরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে ঢাকার উদ্দেশে মাইক্রোবাস ভাড়ার জন্য খোঁজেন। এ সময় হান্নানের গাড়ি চালক গিয়াস মিয়ার সঙ্গে কথা হয়। আব্দুল হান্নান ও গিয়াস মিয়া ৩ হাজার ৫০০ টাকা ভাড়ার বিনিময়ে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার চুক্তি করেন।হান্নান তাঁর বাড়িতে বলে যান ঢাকায় যাত্রী নিয়ে যাচ্ছেন। পরদিন চলে আসবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও চালকসহ আব্দুল হান্নান আর ফেরেননি।
আব্দুল হান্নানের ছোট ভাই তুতিউর রহমান জানান, ঘটনার দু’দিন পর অনুমান করা হয় তাঁরা অপহরণ হয়। পরে কুলাউড়া থানায় জিডি করা হয়। পরে মামলাও দায়ের করেন। মামলাটি পরে ডিবি মৌলভীবাজারে স্থানান্তরিত হয়। ডিবি থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত করা হয়।
সিআইডি মৌলভীবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) বিকাশ চন্দ্র দাশ মোবাইলে বলেন, ঘটনাটি অনেক আগের।ওই সময় দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মামলাটির প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন হয়তো। আদালতে বিষয়টি খোঁজ নিলে মামলার পুরো ব্যাপারটি জানা যাবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে