বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৫
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৫

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের ৬০০ বীজ রোপণ করা হয়েছে। উপজেলার কয়েলগাতী ও পাঠানপাড়া এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তার দুপাশে গত বুধবার বিকেলে এই বীজ রোপণ চলে।

‘সুখ পাখি, সিরাজগঞ্জ’-এর সহযোগিতায় বীজগুলো রোপণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’-এর সিরাজগঞ্জ শাখা।

সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেন বলেন, দেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছেন। সবচেয়ে বেশি মারা যান গ্রাম অঞ্চলে। কৃষকেরা মাঠে কাজ করার সময় এই দুর্যোগের শিকার হন। সেই সঙ্গে প্রতি বছর অনেক গবাদিপশু মারা যায়। তালগাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে বীজ রোপণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সিরাজগঞ্জে সংগঠনের ৫০ সদস্যকে নিয়ে তালের বীজ রোপণ করা হচ্ছে বলে জানান বেলাল হোসেন।

মাটির ক্ষয় রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই জানিয়ে বেলাল হোসেন বলেন, ‘তালপাতার পাখা আমাদের ঐতিহ্যের অংশ। তালগাছের কাণ্ডের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে, গাছটির সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। আমাদের যাঁর যাঁর জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, বাড়ির আঙিনা কিংবা আশপাশে তালের বীজ রোপণ করতে হবে। অথবা তালের বীজ বা অন্যান্য বীজ তুলে দিন আমাদের হাতে। সবাই মিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজসহ বা অন্যান্য গাছের চারা রোপণ করতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত