ধামরাই (ঢাকা) প্রতিনিধি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদকে গণসংবর্ধনা দিয়েছেন ধামরাইবাসী। এতে হাজারো মানুষ জড়ো হলেও অধিকাংশই মানেননি স্বাস্থ্যবিধি। ছিল না সামাজিক দূরত্ব মানার কোনো বালাই। এতে করোনা সংক্রমণের শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
স্বাস্থ্যঝুঁকি ছাড়াও হাজারো মানুষের জমায়েতের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের অসংখ্য যাত্রী। আর লোকজনের ভিড়ে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রায় ৭০ হাজার টাকা পকেটমারে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার বিকেলে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা সাংসদ বেনজীরকে গণসংবর্ধনা দেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে আগামী ইউপি নির্বাচনে উপজেলার ১৬টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা শত শত কর্মী ও ভোটার নিয়ে উপস্থিত হন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশীরা হাজারো মাস্ক বিতরণ করেছেন। তবে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা কর্মী-সমর্থকদের নিয়ে এসেছেন মাস্ক ছাড়াই। এ ছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে তাঁরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোও একইভাবে মিছিল নিয়ে উপস্থিত হয়।
মাস্ক ছাড়া বিশাল জমায়েতে আসার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী আমাদের নিয়ে আসছেন। দুপুরের খাবার দিছে, বাসে বসে খাইছি। কিন্তু কোনো মাস্ক দেয়নি, তাই মাস্ক পরাও হয়নি। আর গরমের মধ্যে মাস্ক পরতেও ভালো লাগে না।’
ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী কয়েকজন বলেন, তাঁরা কর্মী-সমর্থকদের মাস্ক দিয়েছেন। গরমের কারণে কর্মী-সমর্থকেরা হয়তো মাস্ক ফেলে দিয়েছেন।
টাকা হারানো দুই মনোনয়নপ্রত্যাশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের পকেট থেকে টাকাগুলো হারিয়ে গেছে। একজনের ২০ হাজার ও আরেকজনের ৫০ হাজার টাকা হারিয়েছে বলে জানান তাঁরা।
অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন।’
সাংসদ বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের ২ অক্টোবরের (আজ) মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শাকুর কাছে ছবিসহ আবেদনপত্র জমা দিতে হবে। নির্বাচনে ৬-৭ জন প্রার্থী আছেন। কিন্তু এর থেকে একজনই মনোনয়ন পাবেন।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত হোসেন শাহীন, আব্দুল আলীম খান সেলিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুর রহমান আইয়ুব প্রমুখ।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদকে গণসংবর্ধনা দিয়েছেন ধামরাইবাসী। এতে হাজারো মানুষ জড়ো হলেও অধিকাংশই মানেননি স্বাস্থ্যবিধি। ছিল না সামাজিক দূরত্ব মানার কোনো বালাই। এতে করোনা সংক্রমণের শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
স্বাস্থ্যঝুঁকি ছাড়াও হাজারো মানুষের জমায়েতের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের অসংখ্য যাত্রী। আর লোকজনের ভিড়ে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রায় ৭০ হাজার টাকা পকেটমারে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার বিকেলে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা সাংসদ বেনজীরকে গণসংবর্ধনা দেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে আগামী ইউপি নির্বাচনে উপজেলার ১৬টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা শত শত কর্মী ও ভোটার নিয়ে উপস্থিত হন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশীরা হাজারো মাস্ক বিতরণ করেছেন। তবে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা কর্মী-সমর্থকদের নিয়ে এসেছেন মাস্ক ছাড়াই। এ ছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে তাঁরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোও একইভাবে মিছিল নিয়ে উপস্থিত হয়।
মাস্ক ছাড়া বিশাল জমায়েতে আসার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী আমাদের নিয়ে আসছেন। দুপুরের খাবার দিছে, বাসে বসে খাইছি। কিন্তু কোনো মাস্ক দেয়নি, তাই মাস্ক পরাও হয়নি। আর গরমের মধ্যে মাস্ক পরতেও ভালো লাগে না।’
ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী কয়েকজন বলেন, তাঁরা কর্মী-সমর্থকদের মাস্ক দিয়েছেন। গরমের কারণে কর্মী-সমর্থকেরা হয়তো মাস্ক ফেলে দিয়েছেন।
টাকা হারানো দুই মনোনয়নপ্রত্যাশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের পকেট থেকে টাকাগুলো হারিয়ে গেছে। একজনের ২০ হাজার ও আরেকজনের ৫০ হাজার টাকা হারিয়েছে বলে জানান তাঁরা।
অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন।’
সাংসদ বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের ২ অক্টোবরের (আজ) মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শাকুর কাছে ছবিসহ আবেদনপত্র জমা দিতে হবে। নির্বাচনে ৬-৭ জন প্রার্থী আছেন। কিন্তু এর থেকে একজনই মনোনয়ন পাবেন।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত হোসেন শাহীন, আব্দুল আলীম খান সেলিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুর রহমান আইয়ুব প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে