ক্রীড়া ডেস্ক
অধিনায়ক ও কোচ হিসেবে একবার করে বিশ্বকাপ জিতেছেন দিদিয়ের দেশম। আজ আর্জেন্টিনাকে হারাতে পারলে তৃতীয়বার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতবেন তিনি। প্রতিপক্ষ যখন ছন্দে থাকা আর্জেন্টিনা, তখন দেশমের শিরোপা স্বপ্ন বাস্তবায়ন এতটা সহজ নয়।
এটি আবার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ফাইনাল। সব মিলিয়ে এই ম্যাচের চ্যালেঞ্জ ভালোভাবেই আঁচ করতে পেরেছেন দেশম।অনেকে মনে করেন, ফুটবলকে মেসি যা দিয়েছেন, সোনার ট্রফিটা তাঁরই প্রাপ্য। অনেক ফরাসিও মেসির মাথায় বিশ্বসেরার মুকুট দেখতে চাইছেন!
ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এই বাস্তবতা মেনেই বললেন, ‘আমি জানি যে এমনকি কিছু ফরাসি মানুষও চায় আর্জেন্টিনা জিতুক। তবে আমরা জয়ের জন্য সেরাটা দিতে যাচ্ছি।’
মেসির হাতে ট্রফি তুলে দিতে মরিয়া আর্জেন্টিনার ফুটবলাররাও। ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস ফাইনালটা মেসিকেন্দ্রিক ভাবতে চান না। ফরাসি গোলরক্ষক বলেছেন, ‘ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আলাদা করে একজন খেলোয়াড়ের ওপর নজর দেওয়া ঠিক নয়। এটা দুই গ্রেট ফুটবল জাতির মধ্যে ফাইনাল। মেসির মতো এমন খেলোয়াড়ের মুখোমুখি হতে হলে তার দিকে আলাদা নজর দিতেই হয়।কিন্তু ম্যাচটা শুধু তাকে নিয়ে নয়।’ লরিস যোগ করেন, ‘শেষ যুদ্ধে জিততে আমরা সবকিছুই করব।’
ফাইনালের আগে দেশমের দুশ্চিন্তা ফ্রান্স দলে পাঁচ খেলোয়াড় জ্বরে ভুগছেন। এই অবস্থায় উজ্জীবিত আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে একটু চাপেই থাকার কথা ফরাসিরা। তবে দেশম এটির সঙ্গে একমত নন, ‘আমি চিন্তিত নই, চাপে নেই।’
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
স্ট্রাইকার কিংসলে কোম্যান, ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে ঠিকঠাক অনুশীলন করতে পারেননি। ফাইনালে তাঁদের পাওয়া নিয়ে সংশয় তাই থেকেই যাচ্ছে। তবে এসব নিয়ে এখন আর ভাবতে চান না দেশম, ‘আমরা বেশ কিছু চোট ও সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি এবং এগিয়েছি। এখন আমরা ফাইনালে। এটির মুখোমুখি হতে প্রস্তুত।’
লুসাইলে আর্জেন্টিনার সমর্থকে ভরে যাবে গ্যালারি। এসব বিষয় চিন্তিত নন দেশম। ফ্রান্স কোচ বললেন, ‘ফাইনালে এটাই হওয়া উচিত। তবে আমাদের চিন্তা গ্যালারি নিয়ে নয়, মাঠ নিয়ে। আমরা জানি, তারা (মেসিরা) সমস্যা তৈরি করার মতো এরই মধ্যে অনেক কিছুই করেছে।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
অধিনায়ক ও কোচ হিসেবে একবার করে বিশ্বকাপ জিতেছেন দিদিয়ের দেশম। আজ আর্জেন্টিনাকে হারাতে পারলে তৃতীয়বার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতবেন তিনি। প্রতিপক্ষ যখন ছন্দে থাকা আর্জেন্টিনা, তখন দেশমের শিরোপা স্বপ্ন বাস্তবায়ন এতটা সহজ নয়।
এটি আবার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ফাইনাল। সব মিলিয়ে এই ম্যাচের চ্যালেঞ্জ ভালোভাবেই আঁচ করতে পেরেছেন দেশম।অনেকে মনে করেন, ফুটবলকে মেসি যা দিয়েছেন, সোনার ট্রফিটা তাঁরই প্রাপ্য। অনেক ফরাসিও মেসির মাথায় বিশ্বসেরার মুকুট দেখতে চাইছেন!
ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এই বাস্তবতা মেনেই বললেন, ‘আমি জানি যে এমনকি কিছু ফরাসি মানুষও চায় আর্জেন্টিনা জিতুক। তবে আমরা জয়ের জন্য সেরাটা দিতে যাচ্ছি।’
মেসির হাতে ট্রফি তুলে দিতে মরিয়া আর্জেন্টিনার ফুটবলাররাও। ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস ফাইনালটা মেসিকেন্দ্রিক ভাবতে চান না। ফরাসি গোলরক্ষক বলেছেন, ‘ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আলাদা করে একজন খেলোয়াড়ের ওপর নজর দেওয়া ঠিক নয়। এটা দুই গ্রেট ফুটবল জাতির মধ্যে ফাইনাল। মেসির মতো এমন খেলোয়াড়ের মুখোমুখি হতে হলে তার দিকে আলাদা নজর দিতেই হয়।কিন্তু ম্যাচটা শুধু তাকে নিয়ে নয়।’ লরিস যোগ করেন, ‘শেষ যুদ্ধে জিততে আমরা সবকিছুই করব।’
ফাইনালের আগে দেশমের দুশ্চিন্তা ফ্রান্স দলে পাঁচ খেলোয়াড় জ্বরে ভুগছেন। এই অবস্থায় উজ্জীবিত আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে একটু চাপেই থাকার কথা ফরাসিরা। তবে দেশম এটির সঙ্গে একমত নন, ‘আমি চিন্তিত নই, চাপে নেই।’
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
স্ট্রাইকার কিংসলে কোম্যান, ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে ঠিকঠাক অনুশীলন করতে পারেননি। ফাইনালে তাঁদের পাওয়া নিয়ে সংশয় তাই থেকেই যাচ্ছে। তবে এসব নিয়ে এখন আর ভাবতে চান না দেশম, ‘আমরা বেশ কিছু চোট ও সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি এবং এগিয়েছি। এখন আমরা ফাইনালে। এটির মুখোমুখি হতে প্রস্তুত।’
লুসাইলে আর্জেন্টিনার সমর্থকে ভরে যাবে গ্যালারি। এসব বিষয় চিন্তিত নন দেশম। ফ্রান্স কোচ বললেন, ‘ফাইনালে এটাই হওয়া উচিত। তবে আমাদের চিন্তা গ্যালারি নিয়ে নয়, মাঠ নিয়ে। আমরা জানি, তারা (মেসিরা) সমস্যা তৈরি করার মতো এরই মধ্যে অনেক কিছুই করেছে।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে