সেতু পাচ্ছে কয়রাখোলাবাসী চলাচলে আসবে স্বাচ্ছন্দ্য

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
প্রকাশ : ২০ মে ২০২২, ০৭: ৩১
আপডেট : ২০ মে ২০২২, ১২: ৫৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামে ধলেশ্বরীর শাখা নদীতে প্রায় দেড় যুগ ধরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতো হাজারো মানুষ। এই সাঁকো থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঝেমধ্যে পানিতে পড়ে ছোট বড় দুর্ঘটনাও ঘটতো। এর ফলে দীর্ঘদিন ধরে পাকা সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয়রা। অবশেষে সে দাবি পূরণ হচ্ছে। 
কয়রাখোলা গ্রামের ধলেশ্বরী শাখা নদীর ওপর সেতু নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে শাখা নদীর বুকে পাইলিংয়ের কাজ হয়েছে। এতে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
জানা যায়, প্রায় দেড় যুগ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পাড় হচ্ছে দুই পাড়ের হাজারো মানুষ। বালুচর বাজার থেকে কয়রাখোলা কবরস্থান-ইদগাহ সংলগ্ন পুরোনো খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী শাখা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে স্কুল মাদ্রাসার শিক্ষার্থী, বয়স্কসহ হাজারো মানুষ দুর্ভোগ নিয়ে পারাপার হতো। এ ছাড়া কবরস্থানে লাশ বহন এবং ঈদের জামাতে যাওয়ায় আসায় দুর্ভোগ পোহাতে হতো তাদের।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (জিডিপি-৩) এর আওতায় টি. এন-এ. এস আই (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ২৯০০ মিটারের আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু করেছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৮৫৩ টাকা। সেতুটির কাজ শুরু হয় ২০২১ সালের ১ অক্টোবর। আর শেষ হবে ২০২৩ সালে ৩০ জানুয়ারি।

কয়রাখোলা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘এই সেতুটি নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের, সরকার অবশেষে এই সেতুটি নির্মাণ করে দিচ্ছে। এতে আমরা অনেক খুশি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

ওই এলাকার একাধিক বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি সেতুর, অবশেষে সেই সেতুটি নির্মিত হচ্ছে। সেতু নির্মাণ হলে অতি সহজেই চলাচল করতে পারব। এখন আর শিশুরা পানিতে পড়ে যাবে না। তাঁরা ঠিকভাবে চলাচল করতে পারবে।

বালুচর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুল কাশেম ব্যাপারী বলেন, দীর্ঘদিন ধরে এই সেতুটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম। সরকার এখন একটি সেতু নির্মাণ করে দিচ্ছে। এতে আমাদের এলাকাবাসীর চলাচলে আর দুর্ভোগ থাকবে না। সহজ উপায়ে চলাচল করবে মানুষ। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি থেকে মাদবরহাটে কয়রাখেলা ধলেশ্বরী শাখা নদীর ওপরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। সেই লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে-৩ (জিডিপি-৩) এর আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। টি. এন-এ. এস আই (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেছে। সেতু নির্মাণ হলে এলাকাবাসীর দুর্ভোগ কমে যাবে। এতে স্বাচ্ছন্দ্যে মানুষজন চলাচল করতে পারবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত