ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগা লঞ্চের বহু যাত্রীর প্রাণ বাঁচিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন দিয়াকুলবাসী। গত বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনায় বেঁচে ফেরে লোকজন দিয়াকুলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমভি অভিযান-১০ নামের লঞ্চ দুর্ঘটনায় বেঁচে ফেরা ফাতেমা বেগম বলেন, ‘জীবনে এমন বিপদে আর কখনোই পড়ি নাই। নিজেও পুড়েছি, বোনও পুড়েছে। মারাত্মক পোড়া মানুষের সঙ্গে ট্রলারে করে হাসপাতালে আসতে হয়েছে। তবে নদীর পাড়ের স্থানীয় মানুষ যেভাবে আমাদের সহায়তা করেছে তাতে তাদের ঋণ শোধ করা সম্ভব হবে না।’
গত বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চে আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামবাসী। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা দগ্ধ যাত্রীদের উদ্ধারে সহযোগিতা এবং পরবর্তী সেবার ব্যবস্থা করেন।
দিয়াকুল গ্রামের যুবক রুশাদ ও শাকিল বলেন, ‘লঞ্চ থেকে যখন শিশুদের চিৎকার ভেসে আসে, তখন তাদের বাঁচাতে এগিয়ে যান তারা। বড়রা যখন তাদের জীবন বাঁচাতে লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়ছিলেন, তখন দুটি শিশু লঞ্চ থেকে চিৎকার করছিল। এই দৃশ্য দেখে একটি ট্রলার নিয়ে ওদের বাঁচাতে এগিয়ে যাই। তাদের ট্রলারে উঠিয়ে রাখার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি শিশু আগুনের তাপে দুর্বল হয়ে নদীতে পড়ে যায়। আরও কয়েক শিশুকে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যেতে দেখলেও তাদের রক্ষা করতে পারিনি। আগুনের তাপে লঞ্চের কাছে যেতে পারছিলাম না। শুধু চোখের পানি ফেলেছি দূর থেকে।’
লঞ্চযাত্রী আহসান হাবিব বলেন, ‘সেই রাতে দিয়াকুল গ্রামের মানুষ যে মানবিকতা দেখিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্থান পাওয়ার মতো।’
চর ভাটারকান্দা গ্রামের প্রত্যক্ষদর্শী হেমায়েত হোসেন বলেন, ‘লঞ্চটি চর ভাটারকান্দা গ্রামের চরে আটকাতে পারলে হতাহতের সংখ্যা আরও কম হতো। চর ভাটারকান্দার মানুষ দুই শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদে পাড়ে পৌঁছে দিয়েছেন।’
ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগা লঞ্চের বহু যাত্রীর প্রাণ বাঁচিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন দিয়াকুলবাসী। গত বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনায় বেঁচে ফেরে লোকজন দিয়াকুলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমভি অভিযান-১০ নামের লঞ্চ দুর্ঘটনায় বেঁচে ফেরা ফাতেমা বেগম বলেন, ‘জীবনে এমন বিপদে আর কখনোই পড়ি নাই। নিজেও পুড়েছি, বোনও পুড়েছে। মারাত্মক পোড়া মানুষের সঙ্গে ট্রলারে করে হাসপাতালে আসতে হয়েছে। তবে নদীর পাড়ের স্থানীয় মানুষ যেভাবে আমাদের সহায়তা করেছে তাতে তাদের ঋণ শোধ করা সম্ভব হবে না।’
গত বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চে আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামবাসী। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা দগ্ধ যাত্রীদের উদ্ধারে সহযোগিতা এবং পরবর্তী সেবার ব্যবস্থা করেন।
দিয়াকুল গ্রামের যুবক রুশাদ ও শাকিল বলেন, ‘লঞ্চ থেকে যখন শিশুদের চিৎকার ভেসে আসে, তখন তাদের বাঁচাতে এগিয়ে যান তারা। বড়রা যখন তাদের জীবন বাঁচাতে লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়ছিলেন, তখন দুটি শিশু লঞ্চ থেকে চিৎকার করছিল। এই দৃশ্য দেখে একটি ট্রলার নিয়ে ওদের বাঁচাতে এগিয়ে যাই। তাদের ট্রলারে উঠিয়ে রাখার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি শিশু আগুনের তাপে দুর্বল হয়ে নদীতে পড়ে যায়। আরও কয়েক শিশুকে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যেতে দেখলেও তাদের রক্ষা করতে পারিনি। আগুনের তাপে লঞ্চের কাছে যেতে পারছিলাম না। শুধু চোখের পানি ফেলেছি দূর থেকে।’
লঞ্চযাত্রী আহসান হাবিব বলেন, ‘সেই রাতে দিয়াকুল গ্রামের মানুষ যে মানবিকতা দেখিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্থান পাওয়ার মতো।’
চর ভাটারকান্দা গ্রামের প্রত্যক্ষদর্শী হেমায়েত হোসেন বলেন, ‘লঞ্চটি চর ভাটারকান্দা গ্রামের চরে আটকাতে পারলে হতাহতের সংখ্যা আরও কম হতো। চর ভাটারকান্দার মানুষ দুই শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদে পাড়ে পৌঁছে দিয়েছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে