শিক্ষার্থীদের জন্য গণ টিকাদান শুরু

ভালুকা ও গৌরীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০৭: ২৩
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ০৮

ভালুকা ও গৌরীপুরে শিক্ষার্থীদের গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

এর মধ্যে ভালুকায় শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হান্নান জানান, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে ভালুকায় এই কর্মসূচি শুরু হয়েছে। উপজেলায় ৩১ হাজার ৫৮০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।

এদিকে গৌরীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণ টিকাদান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে গতকাল শনিবার এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে উপজেলার গৌরীপুর আর কে সরকারি উচ্চবিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, অগ্রদূত নিকেতন উচ্চবিদ্যালয় ও চান্দের সাটিয়া উচ্চবিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত