জেতার সম্ভাবনা ৯০ শতাংশ

মোহাম্মদ রফিক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০৯: ৪৭

প্রথম ম্যাচের আগে আমাদের প্রস্তুতিটা সে অর্থে হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলারই সুযোগ পেল না,বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় বারবার অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। অন্য দলগুলো যে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে, দুর্ভাগ্য আমরা সেটা পারিনি। মূল লড়াইয়ের আগে অনুশীলনের যে ধরনের সুযোগ-সুবিধা ছিল, বৃষ্টির কারণে সেটার সর্বোচ্চ ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। এদিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি।

বাংলাদেশ দল এই মুহূর্তে বেশ হতাশার মধ্যে আছে। বিশেষ করে পারফরম্যান্সের দিক থেকে। দেশের মানুষের মধ্যেও এটা বিরাজ করছে। একটা হতাশার ব্যাপার হলো, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ করছি। ওপেনারদের দিকে তাকালে ব্যাপারটা আরও স্পষ্ট হয়। কত পরীক্ষা-নিরীক্ষাই না হলো।

ত্রিদেশীয় সিরিজে চারটা ভিন্ন ওপেনিং জুটি দেখলাম আমরা। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এসে আবার পরিবর্তন। তো এই জিনিসগুলো আসলে হতাশার। ওপেনাররা পারছে না বিধায় পরিবর্তনে যেতে হচ্ছে। এ ক্ষেত্রে খেলোয়াড়েরাও চাপে পড়ে যায়। কিন্তু দল হয়তো চিন্তা করেছে, আমাদের প্রধান লক্ষ্য তো বিশ্বকাপ, ওই ভাবনা থেকেই কিছু পরীক্ষা চালিয়েছে।

যদি আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি, এই হতাশা আশা করি কেটে যাবে। আমি চাইব প্রথম ম্যাচ থেকে ওপেনিংয়ে বাঁহাতি-ডানহাতি খেলুক। সে ক্ষেত্রে আমার প্রথম পছন্দ লিটন দাস ও সৌম্য সরকার। দুজনেই শট খেলতে পারে। সৌম্যর উচ্চতা ভালো, বাউন্সের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারবে। সৌম্যকে একটু বলে দেওয়া হোক, তুমি উইকেটে থাকো। ও দেখা যায় ২-৩টা ডট গেলে হুট করে ভালো একটা বলে মারতে গিয়ে আউট হয়ে আসে। শান্তকে ওপেনারের ভাবনায় রাখলে ওকে তিনে খেলাক। প্রথম ওভারেই যদি কোনো ওপেনার আউট হয়ে যায়, শান্তকে তো ওপেনারের ভূমিকাই পালন করতে হচ্ছে।

অস্ট্রেলিয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারা সবচেয়ে চ্যালেঞ্জের। এদিক থেকে নেদারল্যান্ডস প্রথম রাউন্ড খেলে আসার সুবিধা পাবে। ওদের অভিজ্ঞতা হয়েছে। একই সঙ্গে ভালো একটা ধারণা নিয়ে আমাদের বিপক্ষে মাঠে নামবে। তবু নেদারল্যান্ডসের সঙ্গে আমাদের তুলনা হয় না। আমরা টপ লেভেল ক্রিকেট খেলি। ওরা বাছাইপর্ব খেলে এসেছে, আমরা সরাসরি খেলছি। দল হিসেবে আমাদের জেতার সম্ভাবনা ৯০ শতাংশ। ১০ শতাংশ ওদের। আমাদের মানসিক প্রস্তুতি তাই এ ধরনের থাকাই উচিত।

আবার আরেকটা দিক থেকে ৫০-৫০ শতাংশ। কারণ, নেদারল্যান্ডস বাছাইপর্বে কিছু ম্যাচ খেলে এসেছে। সুতরাং তাদের কন্ডিশন হাতে-কলমে দেখেছে। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার মাঠগুলো যে ধরনের বড়, ২০ ওভারের ক্রিকেটে এখানে কীভাবে খেলতে হয়, সেই ধারণা আমাদের নেই। বোলিংয়ের দিক থেকে আমাদের পেস বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো। ওখানের উইকেট যেহেতু ফাস্ট, চার পেসার নিয়েও খেলা যায়। অন্য দলগুলো চার পেসারের দিকে ঝুঁকবে। তবে আমাদের উচিত নিজেদের শক্তির দিকে মনোযোগ রাখা। সব মিলিয়ে জেতার ব্যাপারে আমি আশাবাদী। এই ম্যাচ জিতে গেলে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত