মিজানুর রহমান, তানোর
সার্বক্ষণিক নির্বাচন কর্মকর্তা নেই। ডেটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক দিয়ে দাপ্তরিক সব কাজ করা হচ্ছে। এভাবেই কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তানোর উপজেলা নির্বাচন অফিসে।
সরেজমিনে দেখা যায়, লোকবল সংকটের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নির্বাচন অফিসে গিয়ে কাজ শেষ করতে না পেরে ক্ষোভ নিয়ে ফেরেন। এমনকি ২০১৪ সালে তানোর উপজেলায় যাঁরা নতুনভাবে ভোটার হয়েছিলেন, তাঁরা আজ পর্যন্ত তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড/স্মার্ট কার্ড হাতে পাননি।
এদিকে সারা দেশে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত বুধবার। এ দিন তানোরের সাতটি ইউনিয়নের তফসিলও ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ইউনিয়নগুলোর ভোট হবে আগামী ১১ নভেম্বর।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ বদলি হয়ে অন্যত্র যান। এরপর পর্যায়ক্রমে গোদাগাড়ী উপজেলার নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ও বোয়ালিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায় অতিরিক্ত দায়িত্বে ছিলেন। সবশেষ ৩০ জুন থেকে তানোর উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছেন বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি প্রতি সপ্তাহের দুই দিন তানোরে অফিস করেন। এ অবস্থায় অফিসের দাপ্তরিক কাজ করছে ডেটা এন্ট্রি অপারেটর মান্নান ও নুরে আলম এবং অফিস সহায়ক জিয়াবুল ইসলাম।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের তাজমুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘আমার ভোটার আইডি সংশোধন করতে এসেছিলাম, এখনো করতে পারিনি। এ নিয়ে তিন দিন আমি ফিরে গেলাম।’
এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘সার্বক্ষণিক একজন নির্বাচন কর্মকর্তা হলে অবশ্যই ভালো হতো। তারপরও আমি যতটুকু পারছি, সাধ্যমতো সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।’
রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের বক্তব্য জানতে তাঁর সরকারি নম্বরে কয়েক দফায় কল দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা আশা করছি, এ উপজেলায় শিগগরই পূর্ণাঙ্গ দায়িত্বের একজন নির্বাচন কর্মকর্তা পাব। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বক্ষণিক নির্বাচন কর্মকর্তা নেই। ডেটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক দিয়ে দাপ্তরিক সব কাজ করা হচ্ছে। এভাবেই কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তানোর উপজেলা নির্বাচন অফিসে।
সরেজমিনে দেখা যায়, লোকবল সংকটের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নির্বাচন অফিসে গিয়ে কাজ শেষ করতে না পেরে ক্ষোভ নিয়ে ফেরেন। এমনকি ২০১৪ সালে তানোর উপজেলায় যাঁরা নতুনভাবে ভোটার হয়েছিলেন, তাঁরা আজ পর্যন্ত তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড/স্মার্ট কার্ড হাতে পাননি।
এদিকে সারা দেশে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত বুধবার। এ দিন তানোরের সাতটি ইউনিয়নের তফসিলও ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ইউনিয়নগুলোর ভোট হবে আগামী ১১ নভেম্বর।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ বদলি হয়ে অন্যত্র যান। এরপর পর্যায়ক্রমে গোদাগাড়ী উপজেলার নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ও বোয়ালিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায় অতিরিক্ত দায়িত্বে ছিলেন। সবশেষ ৩০ জুন থেকে তানোর উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছেন বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি প্রতি সপ্তাহের দুই দিন তানোরে অফিস করেন। এ অবস্থায় অফিসের দাপ্তরিক কাজ করছে ডেটা এন্ট্রি অপারেটর মান্নান ও নুরে আলম এবং অফিস সহায়ক জিয়াবুল ইসলাম।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের তাজমুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘আমার ভোটার আইডি সংশোধন করতে এসেছিলাম, এখনো করতে পারিনি। এ নিয়ে তিন দিন আমি ফিরে গেলাম।’
এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘সার্বক্ষণিক একজন নির্বাচন কর্মকর্তা হলে অবশ্যই ভালো হতো। তারপরও আমি যতটুকু পারছি, সাধ্যমতো সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।’
রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের বক্তব্য জানতে তাঁর সরকারি নম্বরে কয়েক দফায় কল দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা আশা করছি, এ উপজেলায় শিগগরই পূর্ণাঙ্গ দায়িত্বের একজন নির্বাচন কর্মকর্তা পাব। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে