মিজানুর রহমান, তানোর
বাবা পেশায় কাঠমিস্ত্রি। ছেলেও এক সময় বাবার সঙ্গে কাঠের কারখানায় কাজ করতেন। এভাবে অতিকষ্টে চালিয়ে গেছেন পড়াশোনা। তবে, অভাব কখনো তাঁকে দমাতে পারেনি। পাড়াগাঁয়ের সেই মোস্তাকিম আলী এবার ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে বি ইউনিটের গ্রুপ-৩ এ প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। দারিদ্র্য জয় করে তাঁর এমন সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।
মোস্তাকিম আলী রাজশাহীর তানোর উপজেলার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের সাবেক ছাত্র। উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় মিশনপাড়া এলাকার বাসিন্দা।
মোস্তাকিম উপজেলার মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ২০১৭ সালে একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫৫ পেয়ে স্থানীয় ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই কলেজ থেকেই ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন।
মোস্তাকিম আলী বলেন, ‘গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই সংগ্রাম করে বেঁচে থাকতে শিখতে হয়েছে। আর সেই সংগ্রামই আমাকে সাফল্য এনে দিয়েছে। আমি প্রথমেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া এত দূর আসতে পারতাম না। কোনো ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেট পড়িনি। তবে আমার স্কুল-কলেজের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মাডি বলেন, ‘মোস্তাকিম অত্যন্ত মেধাবী। সব সময় সে ক্লাসে ভালো করত।’
ছেলের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা সামায়ন আলী। তিনি বলেন, ‘পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই মোস্তাকিমের ঝোঁক ছিল। তাঁর জন্য আমরা গর্বিত।’
এ নিয়ে তানোরের বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মোস্তাকিমের এই অভাবনীয় সাফল্যে আমরা খুবই গর্ববোধ করছি।’
বাবা পেশায় কাঠমিস্ত্রি। ছেলেও এক সময় বাবার সঙ্গে কাঠের কারখানায় কাজ করতেন। এভাবে অতিকষ্টে চালিয়ে গেছেন পড়াশোনা। তবে, অভাব কখনো তাঁকে দমাতে পারেনি। পাড়াগাঁয়ের সেই মোস্তাকিম আলী এবার ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে বি ইউনিটের গ্রুপ-৩ এ প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। দারিদ্র্য জয় করে তাঁর এমন সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।
মোস্তাকিম আলী রাজশাহীর তানোর উপজেলার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের সাবেক ছাত্র। উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় মিশনপাড়া এলাকার বাসিন্দা।
মোস্তাকিম উপজেলার মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ২০১৭ সালে একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫৫ পেয়ে স্থানীয় ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই কলেজ থেকেই ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন।
মোস্তাকিম আলী বলেন, ‘গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই সংগ্রাম করে বেঁচে থাকতে শিখতে হয়েছে। আর সেই সংগ্রামই আমাকে সাফল্য এনে দিয়েছে। আমি প্রথমেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া এত দূর আসতে পারতাম না। কোনো ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেট পড়িনি। তবে আমার স্কুল-কলেজের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মাডি বলেন, ‘মোস্তাকিম অত্যন্ত মেধাবী। সব সময় সে ক্লাসে ভালো করত।’
ছেলের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা সামায়ন আলী। তিনি বলেন, ‘পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই মোস্তাকিমের ঝোঁক ছিল। তাঁর জন্য আমরা গর্বিত।’
এ নিয়ে তানোরের বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মোস্তাকিমের এই অভাবনীয় সাফল্যে আমরা খুবই গর্ববোধ করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে