খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় নির্দিষ্ট কোনো ভাগাড় না থাকায় রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা, আর এতে জনদুর্ভোগ চরমে। এমনই দৃশ্য দেখা গেছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাইপাস রাস্তা ও গরু হাটি থেকে ছাগল হাটি পর্যন্ত রাস্তায়। দীর্ঘদিন এই দুর্গন্ধের সঙ্গেই বাস করছেন এখানের বাসিন্দারা।
সরেজমিন দেখা যায়, পাকেরহাটের ব্রয়লার মাংস ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাইপাস সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক অফিসের পাশের খোলা স্থানে ব্রয়লার মুরগির বিষ্ঠা ও উচ্ছিষ্ট ফেলছেন। এতে ওই স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়। তার সঙ্গে বাজারের অন্য দোকানিদের ময়লা, বাড়ির আবর্জনা, পচা ও বাসি খাবারের উচ্ছিষ্টে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এই
স্থানীয় পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ আবার হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলছেন। ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসে মিশে আশপাশের পরিবেশকে দূষিত করছে। ফলে প্রতিদিনই পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।
স্থানীয় বাসিন্দা পূজা দাস বলেন, ’ এই ময়লার স্তূপ নিয়ে অনেক আবেদন ও অনুরোধের পরেও কেউ কোনো সুরাহা করেনি। ফলে দুর্গন্ধ আর ভোগান্তি নিয়েই বাস করছি।’
ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী আশরাফুল রিফাত নামের এক যুবক বলেন, ’ প্রতি বছর কোটি টাকার বেশি দিয়ে এই বাজারটি ইজারা দেওয়া হয়। কিন্তু এই ময়লার ভাগাড়ের জন্য এলাকার সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেছে।’
এদিকে, বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে আংগারপাড়া ইউপি চেয়ারম্যান ও পাকেরহাট হাট কমিটির সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত ময়লার স্তূপ সরানো হবে বলে জানান তিনি।
দিনাজপুরের খানসামায় নির্দিষ্ট কোনো ভাগাড় না থাকায় রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা, আর এতে জনদুর্ভোগ চরমে। এমনই দৃশ্য দেখা গেছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাইপাস রাস্তা ও গরু হাটি থেকে ছাগল হাটি পর্যন্ত রাস্তায়। দীর্ঘদিন এই দুর্গন্ধের সঙ্গেই বাস করছেন এখানের বাসিন্দারা।
সরেজমিন দেখা যায়, পাকেরহাটের ব্রয়লার মাংস ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাইপাস সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক অফিসের পাশের খোলা স্থানে ব্রয়লার মুরগির বিষ্ঠা ও উচ্ছিষ্ট ফেলছেন। এতে ওই স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়। তার সঙ্গে বাজারের অন্য দোকানিদের ময়লা, বাড়ির আবর্জনা, পচা ও বাসি খাবারের উচ্ছিষ্টে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এই
স্থানীয় পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ আবার হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলছেন। ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসে মিশে আশপাশের পরিবেশকে দূষিত করছে। ফলে প্রতিদিনই পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।
স্থানীয় বাসিন্দা পূজা দাস বলেন, ’ এই ময়লার স্তূপ নিয়ে অনেক আবেদন ও অনুরোধের পরেও কেউ কোনো সুরাহা করেনি। ফলে দুর্গন্ধ আর ভোগান্তি নিয়েই বাস করছি।’
ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী আশরাফুল রিফাত নামের এক যুবক বলেন, ’ প্রতি বছর কোটি টাকার বেশি দিয়ে এই বাজারটি ইজারা দেওয়া হয়। কিন্তু এই ময়লার ভাগাড়ের জন্য এলাকার সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেছে।’
এদিকে, বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে আংগারপাড়া ইউপি চেয়ারম্যান ও পাকেরহাট হাট কমিটির সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত ময়লার স্তূপ সরানো হবে বলে জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে