বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক সবজি। চলতি বছরে বাঁশখালীর পাহাড়ি ও সাগর উপকূলে পৌনে চার হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। বর্তমানে এই সবজি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে যাচ্ছে।
সবজি উৎপাদনের ক্ষেত্রে জেলার বাঁশখালীর নাম সবার আগে চলে আসে। বাঁশখালীর পুকুরিয়া থেকে পুঁইছড়ি পর্যন্ত প্রতিটি ইউনিয়নে শাকসবজি উৎপাদিত হয়। একদিকে পাহাড়ি এলাকা, অপরদিকে সাগর উপকূল। এই এলাকা প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হওয়ায় চাষিরা কর্মব্যস্ত দিন কাটাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাঁশখালীর পাহাড়ি এলাকা পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি এলাকায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হচ্ছে। বাঁশখালীর উপকূলীয় অঞ্চল গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদ, কাথারিয়া এলাকায় প্রচুর পরিমাণ টমেটোর চাষ হয়েছে তার পাশাপাশি শসা, মিষ্টি লাউ, বেগুন সহ নানা ধরনের সবজি উৎপাদিত হচ্ছে এসব অঞ্চলে।
কালিপুর ইউনিয়নের সবজি চাষি আবুল কালাম জানান, শীতকালীন আগাম সবজি চাষে কম খরচে বেশি লাভ হয়। তাই সবজি চাষে ঝুঁকছেন বাঁশখালীর অধিকাংশ চাষি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাঁশখালীতে চলতি মৌসুমে প্রায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার উপকূলীয় এলাকায় ৩৫০ হেক্টর জমিতে টমেটোর আগাম চাষ হয়েছে। এর পাশাপাশি শিম, বেগুন, কাঁকরোল, মুলা, বরবটি, লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙে, শসা, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদির সবজির আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, বাঁশখালীতে সবজি উৎপাদনের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সবজি মৌসুমে বাঁশখালীতে ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে সবজি আবাদ করেছেন চাষিরা। কম খরচে বেশি লাভবান হওয়ায় সবজি চাষে ঝুঁকছে স্থানীয় সবজি চাষিরা।
চট্টগ্রামের বাঁশখালীর হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক সবজি। চলতি বছরে বাঁশখালীর পাহাড়ি ও সাগর উপকূলে পৌনে চার হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। বর্তমানে এই সবজি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে যাচ্ছে।
সবজি উৎপাদনের ক্ষেত্রে জেলার বাঁশখালীর নাম সবার আগে চলে আসে। বাঁশখালীর পুকুরিয়া থেকে পুঁইছড়ি পর্যন্ত প্রতিটি ইউনিয়নে শাকসবজি উৎপাদিত হয়। একদিকে পাহাড়ি এলাকা, অপরদিকে সাগর উপকূল। এই এলাকা প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হওয়ায় চাষিরা কর্মব্যস্ত দিন কাটাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাঁশখালীর পাহাড়ি এলাকা পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি এলাকায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হচ্ছে। বাঁশখালীর উপকূলীয় অঞ্চল গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদ, কাথারিয়া এলাকায় প্রচুর পরিমাণ টমেটোর চাষ হয়েছে তার পাশাপাশি শসা, মিষ্টি লাউ, বেগুন সহ নানা ধরনের সবজি উৎপাদিত হচ্ছে এসব অঞ্চলে।
কালিপুর ইউনিয়নের সবজি চাষি আবুল কালাম জানান, শীতকালীন আগাম সবজি চাষে কম খরচে বেশি লাভ হয়। তাই সবজি চাষে ঝুঁকছেন বাঁশখালীর অধিকাংশ চাষি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাঁশখালীতে চলতি মৌসুমে প্রায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার উপকূলীয় এলাকায় ৩৫০ হেক্টর জমিতে টমেটোর আগাম চাষ হয়েছে। এর পাশাপাশি শিম, বেগুন, কাঁকরোল, মুলা, বরবটি, লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙে, শসা, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদির সবজির আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, বাঁশখালীতে সবজি উৎপাদনের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সবজি মৌসুমে বাঁশখালীতে ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে সবজি আবাদ করেছেন চাষিরা। কম খরচে বেশি লাভবান হওয়ায় সবজি চাষে ঝুঁকছে স্থানীয় সবজি চাষিরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে