বিয়ানীবাজার ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৫
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ৩১

বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীদের সঙ্গে তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন। ভোটকে সামনে রেখে উপজেলার ১০ ইউপির ভোটারদের মধ্যে বিভিন্ন আলোচনা ও কৌতূহলের শেষ নেই।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৭ জন ও সদস্য পদে ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পৌর শহর প্রার্থী ও তাঁদের সমর্থকদের পদচারণে মুখর হয়ে উঠে। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে অনেক প্রার্থী ও তাঁদের সমর্থকেরা স্লোগান দিতে দিতে পৌরশহর প্রদক্ষিণ করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। এখন থেকে প্রার্থীরা আইন মেনে প্রচারণা চালাতে পারবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচার করা যাবে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত