ক্যাপসিকামে সফল মনজুর

মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৪১
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৫

নিজের তৈরি করা বীজ থেকে চারা বানিয়ে ক্যাপসিকাম চাষে সফল হয়েছেন মনজুর আলম নামে এক কৃষক। এতে খরচ বাদ দিয়ে এ বছর অন্তত ১৪ লাখ টাকা লাভ পাওয়ার আশা করছেন মনজুর। পলি শেডে (গ্রিন হাউসে) চাষ করা বিষমুক্ত এ ক্যাপসিকাম বাজারে রয়েছে চাহিদা। মনজুর আলমের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামে।

মনজুর আলম গত বছর নেদারল্যান্ডসের একটি হাইব্রিড জাতের ক্যাপসিকামের বীজ ভারতীয় একজনের কাছ থেকে সংগ্রহ করে প্রথম চাষ করেছিলেন। সেই গাছের ফলের বীজ থেকে চারা বানিয়ে এবার ক্যাপসিকাম চাষ করেছেন। গত নভেম্বর মাসের মাঝের দিকে তিনি সি-ট্রেতে চারা বানাতে বীজ ফেলেন। চারার বয়স ২০-২২ দিন হলে তা খেতে রোপণ করেন।

মনজুর আলমের পলি শেডের খেতে দুই ধরনের ক্যাপসিকাম রয়েছে। একটি লাল, অন্যটি হলুদ রঙের। ক্যাপসিকামের আকারও অনেক বড় হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ক্যাপসিকাম ওঠাচ্ছেন মনজুর আলম। দুই সপ্তাহে তিনি এক হাজার কেজি ক্যাপসিকাম বিক্রি করেছেন দুই লাখ টাকায়। খেতে যে পরিমাণ ক্যাপসিকাম রয়েছে, এ বছর তাতে অন্তত ১২ থেকে ১৪ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রির সম্ভাবনা রয়েছে।

মনজুর আলম বলেন, ‘৩৫ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষের জন্য চারা বানানো, খেত পরিচর্যা ও মজুরি বাবদ মোট খরচ হয়েছে দেড় লাখ টাকা মতো। খেতের ক্যাপসিকাম লাল ও হলুদ জাতের হলেও তা পুষ্ট হওয়ার আগেই ওঠাচ্ছি। সাধারণত ক্যাপসিকাম চাষ শুরুর সময়ের ১৫ দিন পরে এটা খেতে লাগিয়েছি। যাতে সামনে রমজান মাসে খেতে পুরোদমে ফল থাকে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘এনএটিপি প্রকল্পের মাধ্যমে মনজুর আলমকে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। মনজুর সেই গাছের বীজ থেকে এ বছর চারা তৈরি করে ক্যাপসিকাম চাষে সফল হয়েছেন। স্থানীয় কৃষি কার্যালয়ের সব রকম প্রযুক্তিগত সেবা দিয়েছে মনজুর আলমকে। তিনি নিজে বীজ থেকে চারা তৈরি করে তা চাষ করে উৎপাদনেও সফলতা পেয়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত