খানসামায় চেয়ারম্যান পদে দুই সহোদর

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০৪: ৫৯
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৬

চতুর্থ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই সহোদর। প্রতিদ্বন্দ্বিতাকারী দুই সহোদর হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার শাহ (আনারস) ও সাবেক অধ্যক্ষ শাহ মো. জামাল উদ্দিন (মোটরসাইকেল)।

ভোটাররা জানান, ‘ভুল বোঝাবুঝি থেকেই কেউ কাউকে ছাড় দেয়নি। ফলে দুই জনই প্রার্থী। একই পরিবার থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

জানা যায়, দুই সহোদরই দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। উভয়েই নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। আপন দুই ভাইয়ের মধ্যে ভোটযুদ্ধ নিয়ে এলাকায় নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে বসবেন চেয়ারম্যানের চেয়ারে। বড়ভাই-ছোট ভাই নাকি অন্য কোনো প্রার্থী। তবে বংশ পরম্পরায় উপজেলায় এ পরিবারের সুনাম রয়েছে।

এ ছাড়া একই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদ (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আব্দুল জব্বার শাহ্ জানান, ‘আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করেছি। এলাকাবাসীর চাপে এবারও নির্বাচনে অংশ নিয়েছি। আমার ছোট ভাই শাহ্ মো. জামাল উদ্দিন আগেও একবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। এবারেও প্রার্থী হয়েছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক জানান, আংগারপাড়া ইউনিয়নে দুই ভাই ছাড়াও আরও দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৮৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৫ এবং নারী ভোটার ১০ হাজার ৭৯৫ জন। আগামী ২৬ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১১ সালেও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার শাহ্ এবং অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শাহ্ মো. জামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোস্তফা আহমেদ শাহ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত