নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ। এ ঘটনায় ওই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর জিডির ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ সশস্ত্র মহড়া করে উল্লাস প্রকাশে পুলিশ বাধা দেওয়ায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র বলেছে। এদিকে মুরাদের বিরুদ্ধে জিডিটির পূর্ণাঙ্গ তদন্ত করতে জাতীয় সংসদের স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছে পুলিশ।
শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী জাহানারা এহসান। স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় মুরাদের নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে বৃহস্পতিবার রাতভর আতশবাজি পুড়িয়ে উল্লাস করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের অনুসারীরা। সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানা এলাকায় গতকাল শুক্রবার সকালে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ওই নেতা-কর্মীরা। এ সময় তারাকান্দিতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা হয়। পুলিশ এ ঘটনায় মশিউর রহমান নামের একজনকে গ্রেপ্তার ও বিদ্যুৎ নামের একজনকে আটক করেছে। এই হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন সাংসদ মুরাদ হাসানের অনুসারীরা।
অবশ্য অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেছেন, তাঁর লোকেরা হামলা করেনি।
তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল মজিদ বলেন, একাধিক মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় রফিকুল ইসলামের অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পুলিশ সূত্র বলেছে, মশিউর রহমান দুটি মামলার আসামি। তাঁকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর চিৎকারে ৫০-৬০ জন লোক চলে আসে। তখন তদন্ত কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আবদুল লতিফসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা রফিকুল ইসলামের অনুসারী বলে জানা গেছে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় জামালপুরের পুলিশ সুপার নাসির আহমেদ বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিডি তদন্তে লাগবে স্পিকারের অনুমতি
এদিকে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গতকাল বিকেলে আজকের পত্রিকাকে বলেন, সাংসদ মুরাদের স্ত্রীর করা জিডি তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে বাদীর নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে। তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ। এ ঘটনায় ওই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর জিডির ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ সশস্ত্র মহড়া করে উল্লাস প্রকাশে পুলিশ বাধা দেওয়ায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র বলেছে। এদিকে মুরাদের বিরুদ্ধে জিডিটির পূর্ণাঙ্গ তদন্ত করতে জাতীয় সংসদের স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছে পুলিশ।
শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী জাহানারা এহসান। স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় মুরাদের নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে বৃহস্পতিবার রাতভর আতশবাজি পুড়িয়ে উল্লাস করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের অনুসারীরা। সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানা এলাকায় গতকাল শুক্রবার সকালে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ওই নেতা-কর্মীরা। এ সময় তারাকান্দিতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা হয়। পুলিশ এ ঘটনায় মশিউর রহমান নামের একজনকে গ্রেপ্তার ও বিদ্যুৎ নামের একজনকে আটক করেছে। এই হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন সাংসদ মুরাদ হাসানের অনুসারীরা।
অবশ্য অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেছেন, তাঁর লোকেরা হামলা করেনি।
তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল মজিদ বলেন, একাধিক মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় রফিকুল ইসলামের অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পুলিশ সূত্র বলেছে, মশিউর রহমান দুটি মামলার আসামি। তাঁকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর চিৎকারে ৫০-৬০ জন লোক চলে আসে। তখন তদন্ত কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আবদুল লতিফসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা রফিকুল ইসলামের অনুসারী বলে জানা গেছে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় জামালপুরের পুলিশ সুপার নাসির আহমেদ বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিডি তদন্তে লাগবে স্পিকারের অনুমতি
এদিকে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গতকাল বিকেলে আজকের পত্রিকাকে বলেন, সাংসদ মুরাদের স্ত্রীর করা জিডি তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে বাদীর নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে। তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে