মানিকগঞ্জ ও সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের শেখ মাসুদ (৩৮) ও তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৩)। নিহত মারজিয়া আক্তার সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের মালিপাড়ার মৃত মোশারফ হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দির রেকর্ডের জন্য দুপরের পর মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তিনি জানান, ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর উপজেলার ওয়াইজনগর থেকে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টন ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার মাসুদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যে সোনারগাঁর কাঁচপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও মারজিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোলাম আজাদ খান বলেন, নিঃসন্তান মারজিয়া ৬-৭ বছর আগে তাঁর স্বামীকে ডিভোর্স দেয়। এরপর ডেন্টাল হাসপাতালে কাজ শেখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। স্বজনদের সঙ্গে মারজিয়ার কোনো পারিবারিক সম্পর্ক ছিল না।
পুলিশ সুপার বলেন, মাসুদ তাঁকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ধারালো ছুরি দিয়ে গলা কাটেন। এরপর মারজিয়ার লাশ গুম করার জন্য মাসুদ ও তাঁর স্ত্রী রেখা মরদেহ কার্টনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক ও জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
মানিকগঞ্জের সিঙ্গাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের শেখ মাসুদ (৩৮) ও তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৩)। নিহত মারজিয়া আক্তার সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের মালিপাড়ার মৃত মোশারফ হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দির রেকর্ডের জন্য দুপরের পর মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তিনি জানান, ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর উপজেলার ওয়াইজনগর থেকে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টন ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার মাসুদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যে সোনারগাঁর কাঁচপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও মারজিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোলাম আজাদ খান বলেন, নিঃসন্তান মারজিয়া ৬-৭ বছর আগে তাঁর স্বামীকে ডিভোর্স দেয়। এরপর ডেন্টাল হাসপাতালে কাজ শেখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। স্বজনদের সঙ্গে মারজিয়ার কোনো পারিবারিক সম্পর্ক ছিল না।
পুলিশ সুপার বলেন, মাসুদ তাঁকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ধারালো ছুরি দিয়ে গলা কাটেন। এরপর মারজিয়ার লাশ গুম করার জন্য মাসুদ ও তাঁর স্ত্রী রেখা মরদেহ কার্টনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক ও জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে