রাজশাহী প্রতিনিধি
সারার বয়স তিন বছর। আর তার বোন সাবার ছয়। বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা পেয়ে গেছে দেশের সর্বকনিষ্ঠ সাঁতারুর পদক। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই বোন দেশের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে রেকর্ড গড়েছে।
সাবার পুরো নাম আয়েশা তাবাসসুম সাবা। আর তার ছোট বোনের পুরো নাম সাইবা জাফরিন সারা। তাদের বাবার নাম মোহাম্মদ দস্তগীর আব্দুল্লাহ। বাড়ি রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায়। মোহাম্মদ দস্তগীর বেঙ্গল মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তাঁর স্ত্রী মারুফা খাতুনও প্রশিক্ষক।
মা-বাবার কাছে কারাতে প্রশিক্ষণ পেয়েছে সারা-সাবা। সাবা অর্জন করেছে ব্ল্যাক বেল্ট। আর সারা পেয়েছে অরেঞ্জ বেল্ট। কারাতের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আব্দুর রউফ রিপনের কাছে সাঁতারেরও প্রশিক্ষণ নিয়েছে দুই বোন। নিজেদের প্রস্তুত করেই অংশ নেয় প্রতিযোগিতায়।
বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৬০০ জন সাঁতারুর মধ্যে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে পদক জিতল সাবা ও সারা। বিভিন্ন বয়সী সাঁতারুদের পাঁচটি গ্রুপে এ প্রতিযোগিতা হয়। সবচেয়ে কম বয়সী গ্রুপের সাঁতারুদের বয়স ছিল অনূর্ধ্ব ১০। এই গ্রুপেই ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেয় সারা ও সাবা। খুদে সাঁতারুদের এই কৃতীদের কথা জানতে পেরে গত ১২ অক্টোবর জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে এদের পুরস্কৃত করেছেন।
দুই বোনের সাঁতারের প্রশিক্ষক আব্দুর রউফ রিপন জানান, মাত্র ২২টি ক্লাসেই সাঁতার শিখেছে সারা-সাবা। তারা ভবিষ্যতে ভালো করবে বলেই প্রত্যাশা রিপনের।
সারা-সাবার বাবা মোহাম্মদ দস্তগীর আব্দুল্লাহ বলেন, ‘দুই মেয়েকে সাঁতারু হিসেবে ছোট থেকেই গড়ে তুলতে হয়েছে। আজকে আমার মেয়েরা যেটুকু সম্মান অর্জন করতে পেরেছে, তার জন্য আমি অত্যন্ত খুশি।’
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, সাঁতারু সাবা ও সারা রাজশাহীর গর্ব। তাদের ঠিকমতো গাইড করা হলে, তারা রাজশাহী জেলাকে মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। তাদের সুন্দর ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।
সারার বয়স তিন বছর। আর তার বোন সাবার ছয়। বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা পেয়ে গেছে দেশের সর্বকনিষ্ঠ সাঁতারুর পদক। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই বোন দেশের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে রেকর্ড গড়েছে।
সাবার পুরো নাম আয়েশা তাবাসসুম সাবা। আর তার ছোট বোনের পুরো নাম সাইবা জাফরিন সারা। তাদের বাবার নাম মোহাম্মদ দস্তগীর আব্দুল্লাহ। বাড়ি রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায়। মোহাম্মদ দস্তগীর বেঙ্গল মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তাঁর স্ত্রী মারুফা খাতুনও প্রশিক্ষক।
মা-বাবার কাছে কারাতে প্রশিক্ষণ পেয়েছে সারা-সাবা। সাবা অর্জন করেছে ব্ল্যাক বেল্ট। আর সারা পেয়েছে অরেঞ্জ বেল্ট। কারাতের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আব্দুর রউফ রিপনের কাছে সাঁতারেরও প্রশিক্ষণ নিয়েছে দুই বোন। নিজেদের প্রস্তুত করেই অংশ নেয় প্রতিযোগিতায়।
বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৬০০ জন সাঁতারুর মধ্যে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে পদক জিতল সাবা ও সারা। বিভিন্ন বয়সী সাঁতারুদের পাঁচটি গ্রুপে এ প্রতিযোগিতা হয়। সবচেয়ে কম বয়সী গ্রুপের সাঁতারুদের বয়স ছিল অনূর্ধ্ব ১০। এই গ্রুপেই ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেয় সারা ও সাবা। খুদে সাঁতারুদের এই কৃতীদের কথা জানতে পেরে গত ১২ অক্টোবর জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে এদের পুরস্কৃত করেছেন।
দুই বোনের সাঁতারের প্রশিক্ষক আব্দুর রউফ রিপন জানান, মাত্র ২২টি ক্লাসেই সাঁতার শিখেছে সারা-সাবা। তারা ভবিষ্যতে ভালো করবে বলেই প্রত্যাশা রিপনের।
সারা-সাবার বাবা মোহাম্মদ দস্তগীর আব্দুল্লাহ বলেন, ‘দুই মেয়েকে সাঁতারু হিসেবে ছোট থেকেই গড়ে তুলতে হয়েছে। আজকে আমার মেয়েরা যেটুকু সম্মান অর্জন করতে পেরেছে, তার জন্য আমি অত্যন্ত খুশি।’
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, সাঁতারু সাবা ও সারা রাজশাহীর গর্ব। তাদের ঠিকমতো গাইড করা হলে, তারা রাজশাহী জেলাকে মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। তাদের সুন্দর ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে