মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০৮: ১৯
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত বুধবার রাত ১২টা থেকে ২টা থেকে পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও শাহ আমানত হল। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, লোহার পাইপ, গুলতি, বঁটি, ছুরি, মদের খালি বোতল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে পরদিন সন্ধ্যায় শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক সাবেক নেতাকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পরলে আবারও দুই গ্রুপ দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ মারামারি ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ দিতে বলেছি। তারা দেয়নি। আমরা বিষয়টি দেখছি।’

এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, অভিযান চালানোর সময় আটক করার মতো কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত