নীলফামারী প্রতিনিধি
তিস্তার বুকে জেগে ওঠা বালুচর এখন ঢাকা পড়েছে সবুজের চাদরে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চরাঞ্চলের কৃষকেরা ফসলের মাঠে দিনভর পরিশ্রম করছেন। তবে ব্যাংক থেকে সুদবিহীন শস্য ঋণ না পাওয়ায় কৃষকেরা দ্বারস্থ হয়েছে দাদন ব্যবসায়ীদের কাছে।
সবকিছু ঠিক থাকলে নীলফামারীর ডিমলা আর জলঢাকা উপজেলায় জেগে ওঠা তিস্তা নদীর ২৩টি চরে উৎপাদিত হবে কমপক্ষে ৩০ কোটি টাকার ফসল।
সরেজমিন দেখা গেছে, তিস্তায় এখন তেমন একটা পানিপ্রবাহ নেই। শীতের শুরুতেই জেগে উঠেছে চরগুলো। এসব চরে ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, তরমুজসহ ১০ ধরনের ফসল চাষ করছেন কৃষকেরা। সেই ফসল ঘিরে আগামীর স্বপ্ন বুনছেন নদীপাড়ের মানুষ।
উপজেলা কৃষি অফিস সূত্রমতে, জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নে রয়েছে তিস্তার ২৩টি চর। এসব চরের ৩ হাজার ২৭৩ হেক্টর জমিতে আবাদ ফসল হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিমলায় ২ হাজার ৯৪৫ হেক্টর ও জলঢাকায় ৩২৮ হেক্টর চর জমি।
গেল বন্যায় কাটা ধানসহ সহায় সম্বল হারানো মানুষগুলো ঘুরে দাঁড়াতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তবে ডিজেল ও সারের দাম বেশি এবং দাদন ব্যবসায়ীদের সুদ পরিশোধের পরে কাঙ্ক্ষিত লাভ নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাঁদের। এদিকে উর্বর চরে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ফসল ফলাতে সরকারি প্রণোদনার পাশাপাশি সুদবিহীন শস্য ঋণের দাবি তাদের।
ঝুনাগাছ চাপানী চরের রবিউল ইসলাম বলেন, ‘গত আমন মৌসুমে হঠাৎ বন্যার কারণে ধান ঘরে তুলতে পারি নাই। জমিতে কেটে রাখা ধান বন্যার পানিতে ভেসে গেছে। যেসব পাকা ধান কাটার অপেক্ষায় ছিল সেগুলো বন্যার পানিতে ডুবে নষ্ট হয়েছে। এবার ৭৫ শতক জমিতে ভুট্টার চাষ করেছি।’
বাইশপুকুর চরের মুসা হক বলেন, ‘দাদন ব্যবসায়ীর কাছ থাকি সুদের টাকা নিয়ে সরিষা ও তরমুজের আবাদ করছি। ফসল উঠলে বিক্রি করি আগে সুদসহ টাকা দিতে হবে। তাই সরকারের কাছে তেল ও সারের দাম কমানোর দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের বর্ষায় দুইটি বাঁধ ভেঙে ৮২৬ হেক্টর জমিতে পানি প্রবেশ করে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার চাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে জন্য তাঁদের প্রণোদনার আওতায় আনা হচ্ছে।’
তিস্তার বুকে জেগে ওঠা বালুচর এখন ঢাকা পড়েছে সবুজের চাদরে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চরাঞ্চলের কৃষকেরা ফসলের মাঠে দিনভর পরিশ্রম করছেন। তবে ব্যাংক থেকে সুদবিহীন শস্য ঋণ না পাওয়ায় কৃষকেরা দ্বারস্থ হয়েছে দাদন ব্যবসায়ীদের কাছে।
সবকিছু ঠিক থাকলে নীলফামারীর ডিমলা আর জলঢাকা উপজেলায় জেগে ওঠা তিস্তা নদীর ২৩টি চরে উৎপাদিত হবে কমপক্ষে ৩০ কোটি টাকার ফসল।
সরেজমিন দেখা গেছে, তিস্তায় এখন তেমন একটা পানিপ্রবাহ নেই। শীতের শুরুতেই জেগে উঠেছে চরগুলো। এসব চরে ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, তরমুজসহ ১০ ধরনের ফসল চাষ করছেন কৃষকেরা। সেই ফসল ঘিরে আগামীর স্বপ্ন বুনছেন নদীপাড়ের মানুষ।
উপজেলা কৃষি অফিস সূত্রমতে, জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নে রয়েছে তিস্তার ২৩টি চর। এসব চরের ৩ হাজার ২৭৩ হেক্টর জমিতে আবাদ ফসল হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিমলায় ২ হাজার ৯৪৫ হেক্টর ও জলঢাকায় ৩২৮ হেক্টর চর জমি।
গেল বন্যায় কাটা ধানসহ সহায় সম্বল হারানো মানুষগুলো ঘুরে দাঁড়াতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তবে ডিজেল ও সারের দাম বেশি এবং দাদন ব্যবসায়ীদের সুদ পরিশোধের পরে কাঙ্ক্ষিত লাভ নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাঁদের। এদিকে উর্বর চরে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ফসল ফলাতে সরকারি প্রণোদনার পাশাপাশি সুদবিহীন শস্য ঋণের দাবি তাদের।
ঝুনাগাছ চাপানী চরের রবিউল ইসলাম বলেন, ‘গত আমন মৌসুমে হঠাৎ বন্যার কারণে ধান ঘরে তুলতে পারি নাই। জমিতে কেটে রাখা ধান বন্যার পানিতে ভেসে গেছে। যেসব পাকা ধান কাটার অপেক্ষায় ছিল সেগুলো বন্যার পানিতে ডুবে নষ্ট হয়েছে। এবার ৭৫ শতক জমিতে ভুট্টার চাষ করেছি।’
বাইশপুকুর চরের মুসা হক বলেন, ‘দাদন ব্যবসায়ীর কাছ থাকি সুদের টাকা নিয়ে সরিষা ও তরমুজের আবাদ করছি। ফসল উঠলে বিক্রি করি আগে সুদসহ টাকা দিতে হবে। তাই সরকারের কাছে তেল ও সারের দাম কমানোর দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের বর্ষায় দুইটি বাঁধ ভেঙে ৮২৬ হেক্টর জমিতে পানি প্রবেশ করে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার চাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে জন্য তাঁদের প্রণোদনার আওতায় আনা হচ্ছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে