বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা মাসুম বাশার। এ বিষয়ে তিনি শিল্পী সংঘে অভিযোগ জানিয়ে বিচার চেয়েছেন।
গত শুক্রবার উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের সেটে অভিনেতা, নির্মাতাসহ প্রোডাকশন বয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে জানা যায়। নির্মাতার সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে শুটিং হাউসে পুলিশ ডাকেন অভিনেত্রী। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গে কথা-কাটাকাটি হলে আবারও পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকেই তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরে অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি শুটিং স্পটে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
সেদিনের ঘটনায় পরিচালক আদিব ও সহশিল্পী আরশ খানকে দুষছেন চমক। চমক বলেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। আরশ একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। আমি রাজি না হওয়ায় দূরত্ব বাড়ে। সেই ক্ষোভ থেকে আরশ এটা ছড়াচ্ছে।’
চমকের এমন অভিযোগ হাস্যকর ও বানোয়াট বলে জানান আরশ খান।
অভিনয়শিল্পী, নির্মাতা ও কুশীলবদের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। অভিনেত্রী চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘসহ একাধিক সংগঠনে অভিযোগ জানিয়েছেন নির্মাতা আদিব হাসান, অভিনেতা মাসুম বাশার, আরশ খান ও প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অন্যদিকে নিজের অবস্থান পরিষ্কার করতে অভিনেত্রী চমকও পাল্টা অভিযোগ জানিয়েছেন সংগঠনগুলোতে।
চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সেটে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে চমকের বাজে ব্যবহারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রোডাকশনের লোকেরা।
এদিকে এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান অভিনেতা মাসুম বাশার। সেদিনের ঘটনা নিয়ে অভিনয়শিল্পী সংঘে চমকের বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘চমক পুলিশের সামনে চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছিল। সেখানে তো পুলিশ আসার কথা না। আমি এই মিথ্যা অভিযোগের বিচার চাই।’
এ বিষয়ে মাসুম বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শুটিং সেটে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো গ্রহণযোগ্য নয়। আমার জীবনেও এমনটা দেখিনি। আমি নাকি তাঁকে মারতে যাচ্ছিলাম। চমক যতগুলো কথা বলেছেন, সবই মিথ্যা।’
মাসুম বাশার আরও বলেন, ‘আমি ঢাকা থিয়েটার থেকে শিক্ষা পেয়েছি, নাটকের সঙ্গে জড়িত হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হয়। এই দুরবস্থার জন্য আমরাই দায়ী। আমরা অশিল্পীকে তারকা বানানোর জন্য উঠেপড়ে লেগে যাই। শিল্পের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও শিল্পবোধটা সবার মধ্যে থাকতে হবে। না হলে শিল্প আর শিল্প থাকবে না।’
নাজনীন হাসান চুমকি বলেছেন, ‘সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অভিনয়শিল্পীসহ কয়েকটি সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন। এটা যেহেতু আন্তসংগঠনীয় ব্যাপার, তাই সব সংগঠন মিলেই এর সমাধান করা হবে। ১৩ আগস্ট সবাই আলোচনায় বসার জন্য প্রাথমিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে।’
সম্প্রতি উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা মাসুম বাশার। এ বিষয়ে তিনি শিল্পী সংঘে অভিযোগ জানিয়ে বিচার চেয়েছেন।
গত শুক্রবার উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের সেটে অভিনেতা, নির্মাতাসহ প্রোডাকশন বয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে জানা যায়। নির্মাতার সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে শুটিং হাউসে পুলিশ ডাকেন অভিনেত্রী। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গে কথা-কাটাকাটি হলে আবারও পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকেই তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরে অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি শুটিং স্পটে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
সেদিনের ঘটনায় পরিচালক আদিব ও সহশিল্পী আরশ খানকে দুষছেন চমক। চমক বলেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। আরশ একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। আমি রাজি না হওয়ায় দূরত্ব বাড়ে। সেই ক্ষোভ থেকে আরশ এটা ছড়াচ্ছে।’
চমকের এমন অভিযোগ হাস্যকর ও বানোয়াট বলে জানান আরশ খান।
অভিনয়শিল্পী, নির্মাতা ও কুশীলবদের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। অভিনেত্রী চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘসহ একাধিক সংগঠনে অভিযোগ জানিয়েছেন নির্মাতা আদিব হাসান, অভিনেতা মাসুম বাশার, আরশ খান ও প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অন্যদিকে নিজের অবস্থান পরিষ্কার করতে অভিনেত্রী চমকও পাল্টা অভিযোগ জানিয়েছেন সংগঠনগুলোতে।
চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সেটে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে চমকের বাজে ব্যবহারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রোডাকশনের লোকেরা।
এদিকে এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান অভিনেতা মাসুম বাশার। সেদিনের ঘটনা নিয়ে অভিনয়শিল্পী সংঘে চমকের বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘চমক পুলিশের সামনে চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছিল। সেখানে তো পুলিশ আসার কথা না। আমি এই মিথ্যা অভিযোগের বিচার চাই।’
এ বিষয়ে মাসুম বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শুটিং সেটে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো গ্রহণযোগ্য নয়। আমার জীবনেও এমনটা দেখিনি। আমি নাকি তাঁকে মারতে যাচ্ছিলাম। চমক যতগুলো কথা বলেছেন, সবই মিথ্যা।’
মাসুম বাশার আরও বলেন, ‘আমি ঢাকা থিয়েটার থেকে শিক্ষা পেয়েছি, নাটকের সঙ্গে জড়িত হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হয়। এই দুরবস্থার জন্য আমরাই দায়ী। আমরা অশিল্পীকে তারকা বানানোর জন্য উঠেপড়ে লেগে যাই। শিল্পের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও শিল্পবোধটা সবার মধ্যে থাকতে হবে। না হলে শিল্প আর শিল্প থাকবে না।’
নাজনীন হাসান চুমকি বলেছেন, ‘সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অভিনয়শিল্পীসহ কয়েকটি সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন। এটা যেহেতু আন্তসংগঠনীয় ব্যাপার, তাই সব সংগঠন মিলেই এর সমাধান করা হবে। ১৩ আগস্ট সবাই আলোচনায় বসার জন্য প্রাথমিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে