খান রফিক, বরিশাল
বরিশালের রাজনীতির মাঠে এখন আলোচনার প্রধান বিষয় বিএনপির আগামী ৫ নভেম্বরের গণসমাবেশ। এ ইস্যুকে কেন্দ্র করে এই অঞ্চলের রাজনীতিতে ক্রমেই উত্তাপ ছড়াচ্ছে। বিএনপি বরাবরই দাবি করেছে, গণসমাবেশে যাতে লোক কম আসে এ জন্য কৌশলে আওয়ামী লীগ লঞ্চ-বাস বন্ধের চক্রান্ত করছে। তবে আওয়ামী লীগ জানিয়েছে, বিএনপির গণসমাবেশ নিয়ে তাদের মাথাব্যথা নেই।
তবে গত বৃহস্পতিবার নগর আওয়ামী লীগের সভায় আলোচনার অন্যতম ইস্যু ছিল ৫ নভেম্বরের গণসমাবেশ। দুই পক্ষই গণসমাবেশকে ঘিরে ভেতরে-ভেতরে নানা ছক আঁকছে বলে জানা গেছে। আগামী ৫ নভেম্বর নগরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান এ গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ভিপি আনোয়ার হোসাইন আজকের পত্রিকাকে জানান, দলের বিষয় নিয়ে তাঁরা বৃহস্পতিবার সভা করেছেন। তবে ৫ নভেম্বর নিয়ে আওয়ামী লীগে মাথাব্যথাই নেই।
প্রস্তুতি সভায় সিটি মেয়র সাদিকও বলেছেন, বিএনপি যেখানে সমাবেশ করতে চাইবে, সেখানেই অনুমতি দেওয়া হবে।
তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কৌশলগতভাবে লঞ্চ-বাস বন্ধ রেখে এগোতে চায় দলটি। তাদের প্রধান কৌশল খুলনার মতো বরিশালেও লঞ্চ-বাস বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা। এ জন্য বাসের পর লঞ্চেও আসছে নিষেধাজ্ঞা।
জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে জানান, গণসমাবেশ সফল করার জন্য তাঁরা ৩০টি ওয়ার্ডে সভা করে যাচ্ছেন। চলছে ব্যাপক গণসংযোগ; কিন্তু গণসমাবেশে বাধা তো আসছে। তারা (আওয়ামী লীগ) বাস বন্ধ করেছে, লঞ্চ বন্ধ করবে। তাদের এই কৌশল একটি শিশুও বোঝে। ক্ষমতাসীনরা কৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু তারা মানুষকে থামাতে পারবে না। জোয়ারের মতো আসবে, কোনো কৌশলেই কাজ হবে না।
তবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সরদার বাবু আজকেরে পত্রিকাকে জানান, ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ প্রস্তুতিসভা করেছে। সেখানে কথা প্রসঙ্গে ৫ নভেম্বর বিএনপির সমাবেশ নিয়ে আলোচনা উঠেছে। সভায় বিশৃঙ্খলা ঠেকাতে আওয়ামী লীগকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিসিসির প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু জানান, বিএনপির গণসমাবেশ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই। তাঁরা কেবল নগর ভবনের সামনে রাস্তার ওপর সমাবেশ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। বৃহস্পতিবারে রাতে নগর আওয়ামী লীগের বৈঠকে মেয়র সাদিক তাঁদের বলেছেন, বিএনপি যেখানে চায় সেখানে সমাবেশ করার সুযোগ দিতে। মেয়রের সঙ্গে এ বিষয়ে পুলিশ কমিশনারের আলোচনাও হয়েছে। তিনি বলেন, বিশৃঙ্খলা ঠেকাতে সজাগ থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, ৫ নভেম্বরের আগেই তাঁরা গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান দখল করতে চান। এতে প্রধান ভূমিকা পালন করবেন বিএনপির স্থানীয় নেতারা।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে জানান, ৫ নভেম্বরের গণসমাবেশ সফল করতে এখন জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন।
গতকাল শুক্রবার এ লক্ষ্যে পটুয়াখালী, বরগুনায় প্রস্তুতিসভা করেছেন। তিনি বলেন, ‘সমাবেশে লোক সমাগম কম করার জন্য ক্ষমতাসীনদের কৌশল হচ্ছে যোগাযোগে বাধা সৃষ্টি করা। তা না হলে হঠাৎ কেন বাসমালিকেরা ধর্মঘট ডাকলেন। এটা আওয়ামী লীগের অপকৌশল। আমরা কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল অবলম্বন করব। বিএনপির অবশ্যই সমাবেশ সফলের কৌশল আছে।’
বরিশালের রাজনীতির মাঠে এখন আলোচনার প্রধান বিষয় বিএনপির আগামী ৫ নভেম্বরের গণসমাবেশ। এ ইস্যুকে কেন্দ্র করে এই অঞ্চলের রাজনীতিতে ক্রমেই উত্তাপ ছড়াচ্ছে। বিএনপি বরাবরই দাবি করেছে, গণসমাবেশে যাতে লোক কম আসে এ জন্য কৌশলে আওয়ামী লীগ লঞ্চ-বাস বন্ধের চক্রান্ত করছে। তবে আওয়ামী লীগ জানিয়েছে, বিএনপির গণসমাবেশ নিয়ে তাদের মাথাব্যথা নেই।
তবে গত বৃহস্পতিবার নগর আওয়ামী লীগের সভায় আলোচনার অন্যতম ইস্যু ছিল ৫ নভেম্বরের গণসমাবেশ। দুই পক্ষই গণসমাবেশকে ঘিরে ভেতরে-ভেতরে নানা ছক আঁকছে বলে জানা গেছে। আগামী ৫ নভেম্বর নগরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান এ গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ভিপি আনোয়ার হোসাইন আজকের পত্রিকাকে জানান, দলের বিষয় নিয়ে তাঁরা বৃহস্পতিবার সভা করেছেন। তবে ৫ নভেম্বর নিয়ে আওয়ামী লীগে মাথাব্যথাই নেই।
প্রস্তুতি সভায় সিটি মেয়র সাদিকও বলেছেন, বিএনপি যেখানে সমাবেশ করতে চাইবে, সেখানেই অনুমতি দেওয়া হবে।
তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কৌশলগতভাবে লঞ্চ-বাস বন্ধ রেখে এগোতে চায় দলটি। তাদের প্রধান কৌশল খুলনার মতো বরিশালেও লঞ্চ-বাস বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা। এ জন্য বাসের পর লঞ্চেও আসছে নিষেধাজ্ঞা।
জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে জানান, গণসমাবেশ সফল করার জন্য তাঁরা ৩০টি ওয়ার্ডে সভা করে যাচ্ছেন। চলছে ব্যাপক গণসংযোগ; কিন্তু গণসমাবেশে বাধা তো আসছে। তারা (আওয়ামী লীগ) বাস বন্ধ করেছে, লঞ্চ বন্ধ করবে। তাদের এই কৌশল একটি শিশুও বোঝে। ক্ষমতাসীনরা কৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু তারা মানুষকে থামাতে পারবে না। জোয়ারের মতো আসবে, কোনো কৌশলেই কাজ হবে না।
তবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সরদার বাবু আজকেরে পত্রিকাকে জানান, ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ প্রস্তুতিসভা করেছে। সেখানে কথা প্রসঙ্গে ৫ নভেম্বর বিএনপির সমাবেশ নিয়ে আলোচনা উঠেছে। সভায় বিশৃঙ্খলা ঠেকাতে আওয়ামী লীগকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিসিসির প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু জানান, বিএনপির গণসমাবেশ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই। তাঁরা কেবল নগর ভবনের সামনে রাস্তার ওপর সমাবেশ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। বৃহস্পতিবারে রাতে নগর আওয়ামী লীগের বৈঠকে মেয়র সাদিক তাঁদের বলেছেন, বিএনপি যেখানে চায় সেখানে সমাবেশ করার সুযোগ দিতে। মেয়রের সঙ্গে এ বিষয়ে পুলিশ কমিশনারের আলোচনাও হয়েছে। তিনি বলেন, বিশৃঙ্খলা ঠেকাতে সজাগ থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, ৫ নভেম্বরের আগেই তাঁরা গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান দখল করতে চান। এতে প্রধান ভূমিকা পালন করবেন বিএনপির স্থানীয় নেতারা।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে জানান, ৫ নভেম্বরের গণসমাবেশ সফল করতে এখন জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন।
গতকাল শুক্রবার এ লক্ষ্যে পটুয়াখালী, বরগুনায় প্রস্তুতিসভা করেছেন। তিনি বলেন, ‘সমাবেশে লোক সমাগম কম করার জন্য ক্ষমতাসীনদের কৌশল হচ্ছে যোগাযোগে বাধা সৃষ্টি করা। তা না হলে হঠাৎ কেন বাসমালিকেরা ধর্মঘট ডাকলেন। এটা আওয়ামী লীগের অপকৌশল। আমরা কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল অবলম্বন করব। বিএনপির অবশ্যই সমাবেশ সফলের কৌশল আছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে