বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের দুটি ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি বাঁশখালীর প্রাচীন স্থাপনা বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শনে যান। এর আগে শনিবার বিকেলে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথধামে যান তিনি।
বাঁশখালীর বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শনকালে গতকাল রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেন, ‘মসজিদটি খুব সুন্দর একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। পরিদর্শন করে খুব ভালো লাগছে।’ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই মসজিদটি দেখতে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি এটি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, অলিয়ঁস ফ্রঁসেজের ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, মাদ্রাসা পরিচালক শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান, ব্যাংকার ছৈয়দুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৫৬৮ খ্রিষ্টাব্দে (হিজরি ৯৭৫) স্থাপিত বখসি হামিদ জামে মসজিদটির অবস্থান বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের একটি দীঘির পাড়ে। এই মসজিদটির নির্মাণকৌশলের সঙ্গে ঢাকার শায়েস্তা খান মসজিদ এবং নারায়ণগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল রয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে সেখানে নির্মিত হয়েছে একটি মাদ্রাসা ও হেফজখানা। প্রতি শুক্রবারে এখানে জুমার নামাজ আদায়ের জন্য দূর-দুরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা।
এর আগে গত শনিবার বিকেলে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথধাম পরিদর্শনে যান ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেরি ক্যারোলিন। মন্দিরে তাঁদের স্বাগত জানান পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ।
চট্টগ্রামের দুটি ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি বাঁশখালীর প্রাচীন স্থাপনা বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শনে যান। এর আগে শনিবার বিকেলে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথধামে যান তিনি।
বাঁশখালীর বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শনকালে গতকাল রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেন, ‘মসজিদটি খুব সুন্দর একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। পরিদর্শন করে খুব ভালো লাগছে।’ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই মসজিদটি দেখতে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি এটি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, অলিয়ঁস ফ্রঁসেজের ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, মাদ্রাসা পরিচালক শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান, ব্যাংকার ছৈয়দুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৫৬৮ খ্রিষ্টাব্দে (হিজরি ৯৭৫) স্থাপিত বখসি হামিদ জামে মসজিদটির অবস্থান বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের একটি দীঘির পাড়ে। এই মসজিদটির নির্মাণকৌশলের সঙ্গে ঢাকার শায়েস্তা খান মসজিদ এবং নারায়ণগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল রয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে সেখানে নির্মিত হয়েছে একটি মাদ্রাসা ও হেফজখানা। প্রতি শুক্রবারে এখানে জুমার নামাজ আদায়ের জন্য দূর-দুরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা।
এর আগে গত শনিবার বিকেলে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথধাম পরিদর্শনে যান ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেরি ক্যারোলিন। মন্দিরে তাঁদের স্বাগত জানান পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে